scorecardresearch
 

Russia Ukraine War : রুশ রকেট থেকে সরল বহু দেশের পতাকা, রইল শুধু ভারতের তিরঙ্গা, Video

Dmitry Rogozin যে ভিডিওটি ট্যুইট করেছেন তাতে দেখা যাচ্ছে স্পেস স্টেশনের কর্মীরা আমেরিকাসহ বেশকিছু দেশের পতাকা ঢেকে দিচ্ছেন। Dmitry Rogozin ভিডিওটি শেয়ার করে লিখেছেন, Baikonur-এ অবস্থিত লঞ্চার্সরা মনে করছেন যে কিছুদেশের পতাকা ছাড়া রকেট বেশি সুন্দর দেখতে লাগছে।

Advertisement
ঢাকা হচ্ছে পতাকা ঢাকা হচ্ছে পতাকা
হাইলাইটস
  • রাশিয়ার রকেটে ঢাকা হল বহু দেশের পতাকা
  • রয়ে গেলে ভারতের পতাকা
  • ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকেই রাশিয়াকে অনেক দেশ বয়কট করছে। অন্যদিকে আবার যে দেশগুলো এর বিরুদ্ধে, তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়াও। এরইমাঝে সামনে এসেছে একটি ভিডিও। তাতে দেখা যাচ্ছে, রাশিয়া নিজেদের রকেট থেকে কিছু দেশের পাতার ছবি সরিয়ে দিচ্ছে। তবে ভারতের পতাকা রয়েছে। 

এই ভিডিওটি রাশিয়ার স্পেস এজেন্সি Roscosmos-এর প্রধান Dmitry Rogozin ট্যুইট করেছেন। ভিডিওটি Baikonur-এর। এটি দক্ষিণ কাজাখস্তানে অবস্থিত মহাকাশ উপকূলের, যেটি লিজ নিয়েছে রাশিয়া। 

Dmitry Rogozin যে ভিডিওটি ট্যুইট করেছেন তাতে দেখা যাচ্ছে স্পেস স্টেশনের কর্মীরা আমেরিকাসহ বেশকিছু দেশের পতাকা ঢেকে দিচ্ছেন। Dmitry Rogozin ভিডিওটি শেয়ার করে লিখেছেন, Baikonur-এ অবস্থিত লঞ্চার্সরা মনে করছেন যে কিছুদেশের পতাকা ছাড়া রকেট বেশি সুন্দর দেখতে লাগছে। প্রসঙ্গত যুদ্ধ চলাকালীন Roscosmos-এর ওয়েবসাইটও হ্যাক করার চেষ্টা হয়েছিল। যদিও এই সাইবার অ্যাটাক থেকে সুরক্ষিত ছিল স্পেস স্টেশনের সার্ভার। আর এই তথ্য Dmitry Rogozin-ই দিয়েছিলেন। এদিকে রাশিয়ার বিরোধিতা করছে আমেরিকা, ব্রিটেন, জাপান, জার্মানিসহ বেশকিছু দেশ। এই দেশগুলি রাশিয়ার ওপরে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞাও জারি করেছে। 

ভারতের কী অবস্থান?
রাশি-ইউক্রেনের যুদ্ধে নিরপেক্ষ অবস্থান নিয়েছে ভারত। বরং প্রথম থেকেই সেখানে আটকে থাকা ভারতীয়দের নিরাপদে উদ্ধার করার ওপরে জোর দিয়েছে সরকার। জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি জানিয়েছেন যে ভারত যুদ্ধবিরতির পক্ষে। একইসঙ্গে সীমান্ত পারাপার করতে দেওয়ার জন্য ইউক্রেনের প্রতিবেশী দেশগুলিকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। জাতিসংঘে ভারত জানিয়েছে যে মতপার্থক্য কেবল আলোচনা এবং কূটনীতির মাধ্যমেই সমাধান করা যেতে পারে৷ 

Advertisement

আরও পড়ুনইউক্রেনের যুবকের সঙ্গে প্রেম-বিয়ে,'স্বামীকে ছাড়া ভারতে ফিরব না', জানালেন মহিলা


 

Advertisement