Russia Ukraine War: রাশিয়া (Russia) ইউক্রেনের ওপর হামলা করেছে। প্রতিরোধ গড়ার চেষ্টা করছে ইউক্রেন। দু'দেশের মধ্যে যুদ্ধ চলছে। এরই মাঝে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ হবে 'পরমাণু ও ধ্বংসাত্মক'। এবং দাবি করেছেন রাশিয়া ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবে না।
ল্যাভরভ বলেছেন যে রাশিয়া নিষেধাজ্ঞার জন্য প্রস্তুত। কিন্তু পশ্চিমারা তার ক্রীড়াবিদ, সাংবাদিক এবং সাংস্কৃতিক সেক্টরের প্রতিনিধিদের টার্গেট করবে বলে আশা করেননি।
সপ্তম দিনে
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বুধবার সপ্তম দিনে পড়েছে। কিয়েভ এবং অন্যান্য বড় শহরগুলিতে লড়াই তীব্র হচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক বলেছে যে তারা ইউক্রেনের নিরাপত্তায় ব্যবহার করে, সেই লক্ষ্যবস্তুতে হামলার পরিকল্পনা করছে।
রাশিয়ান বাহিনী তাদের সামরিক অভিযানকে চালিয়েই যাচ্ছে। কারণ তারা রকেট এবং ভারী কামান দিয়ে সে দেশের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভকে ধ্বংস করেছে। খারকিভে গোলাগুলিতে নবীন নামে এক ভারতীয় ছাত্রও নিহত হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি খারকিভে গোলাগুলিকে ‘যুদ্ধাপরাধ’ বলে অভিহিত করেছেন।
রাশিয়া বারেন্টস সাগরে মহড়া চালিয়েছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁর দেশের পারমাণবিক বাহিনীকে হাই অ্য়ালার্টে থাকতে বলেছেন। ইউক্রেন আক্রমণ নিয়ে পশ্চিমি দেশগুলোর সঙ্গে উত্তেজনা তৈরি হওয়ার পর এই নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: বক্সার জঙ্গলে দেখা মিলল রয়্যাল বেঙ্গলের, উচ্ছ্বাস বন দফতরের
জো বাইডেন বলেন
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রতি তার সমর্থন জোরদার করেছেন কিন্তু বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়িত হবে না। তিনি বলেন, যুক্তরাষ্ট্র তার মিত্রদের সঙ্গে ন্যাটো অঞ্চলগুলোকে রক্ষা করবে।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা আজ অনুষ্ঠিত হবে। সোমবার প্রথম দফা আলোচনায় কোনও বাস্তব ফলাফল না পাওয়ায় উভয় পক্ষ আবার দেখা করার সিদ্ধান্ত নেয়। সোমবার বেলারুশের সীমান্ত শহর গোমেলে অনুষ্ঠিত প্রথম দফা আলোচনা প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলে।
লুঠ, রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ
এক সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। সেখানে দাবি করা হয়েছে, ইউক্রেনের এক দোকানের ছবি সেটা। সেখানে লুঠপাট করা হচ্ছে। খাবারদাবার লুঠের অভিযোগ রাশিয়ার সেনার বিরুদ্ধে। আজতক বাংলা সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি।
যুদ্ধে রাশিয়ার পাশে দাঁড়াতে পারে বেলারুশ। সে দেশের প্রতিরক্ষা মন্ত্রক দাবি করেছে, ইউক্রেনের বিরুদ্ধে সেনা পাঠাতে পারে। তবে এখনও সরকারি ভাবে কিছু জানানো হয়নি।