Advertisement

Japan Plane Crash: এবার আর মাঝআকাশে নয়, রানওয়েতেই ধাক্কা লাগল দুই বিমানের

এবার আর মাঝআকাশে নয়, রানওয়েতেই ধাক্কা লাগল দুই বিমানের। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে একটি বিমান। ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল পড়ে যায় জাপানের টোকিওর হানেদা বিমানবন্দরে। শনিবার, 10 জুন এই দুর্ঘটনাটি ঘটেছে। যদিও এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, রানওয়ের ট্যাক্সিওয়েতে ছিল ব্যাঙ্ককগামী থাই এয়ারওয়েজের বিমানটি। টেক অফের প্রস্তুতি নিচ্ছিল সেটি। সেই সময় ওই পথেই ছিল ইভা এয়ারওয়েজের অন্য একটি বিমান। এই সময় দুটি বিমানের পাশাপাশি ধাক্কা লাগে। এরফলে ক্ষতিগ্রস্ত হয় থাই এয়ারওয়েজের ডানার কিছু অংশ। ক্ষতিগ্রস্ত হওয়ায় বিমানটি বাতিল করা হয়। বিমানটিতে ছিলেন 250 জন যাত্রী ও 14 জন ক্রু সদস্য। যদিও কীভাবে দুটি বিমান একই পথে চলে এলো তা জানা যায়নি। বিষয়টি নিয়ে কোনও বিবৃতি দেয়নি ইভা এয়ারওয়েজ কর্তৃপক্ষ। দুর্ঘটনার ফলে স্থানীয় সময় সকাল 11 টা থেকে বন্ধ করে দেওয়া হয় বিমানবন্দরটি।

2 Planes Collide On Ground At Tokyo's Haneda Airport, No Injuries But 1 Runway Shut

Advertisement