Advertisement

Mexico: নদীর মধ্যে থেকে উঠল মানুষের দেহাবশেষ ভর্তি 45টি ব্যাগ

একে একে নিখোঁজ হয়ে গিয়েছিলেন এলাকার 2 মহিলা ও 5 পুরুষ। পুলিশ তদন্ত শুরু করার কিছুদিনের মধ্যেই নদীর মধ্যে থেকে উঠল মানুষের দেহাবশেষ ভর্তি 45টি ব্যাগ। ঘটনাটি অবশ্য ভারতের নয়। মেক্সিকোর গুয়াদালারাজা শহরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে 20 মে মেক্সিকোর ওই শহরে নিখোঁজা হয়ে যান 2 মহিলা ও 5 জন পুরুষ। এরা সকলেই একটি কলসেন্টারের কর্মী ছিলেন। থানায় অভিযোগ দায়ের হলে সেই মতো তদন্তও শুরু করে পুলিশ। এরইমধ্যে খবর মেলে মেক্সিকোর একটি নদী থেকে উদ্ধার হচ্ছে একের পর এক মানুষের দেহাবশেষ ভর্তি ব্যাগ। একে একে মোট 45 টি ব্যাগ উদ্ধার হয়।

45 Bags With Human Body Parts Found In Mexico

Advertisement