Advertisement

Astronaut : 371 দিন মহাকাশে আটকে মহাকাশচারী, অবশেষে কি করে নামিয়ে আনা হল জানেন?

ঘুরতে যেতে কে না ভালোবাসে বলুন? আমরা ঘুরতে গেলে পাহার, সমুদ্র কিংবা নানা অ্য়াডভেঞ্চার জায়গায় যেতে ভালোবাসি। কিন্তু কখনও এর বাইরে ভেবেছেন কি? কিন্তু কেউ কেউ আছেন যাঁরা পৃথিবীতে নয়, পৃথিবীর বাইরে যেতে ভালোবাসেন। কিন্তু গেয়ে যদি ফেরাটাই দুষ্কর হয়ে দাঁড়ায়, তাহলে? তেমনই এক ঘটনা সামনে এসেছে। মহাকাশে 371 দিন ঘুরে বেরিয়ে শেষমেশ পৃথিবীতে ফিরেছেন সেই নভোচারীর দল। কঠিন সময় কাটিয়ে বাড়ি ফিরতে পেরে বেশ খুশি তাঁরা।

A US astronaut involuntarily set a record for time spent in orbit, after his mission home was aborted and added 6 months to his trip

Advertisement