scorecardresearch
 
 

Durga Puja In Japan: প্রবাসে পুজো! বাঙালির শ্রেষ্ঠ উৎসবে মাতল জাপান, দেখুন

জমজমাট হয়ে উঠেছে পুজো। তবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব কী শুধুমাত্র বাংলা বা ভারতে সীমিত, কোনও মতেই নয়! দুর্গাপুজো যেমন পালন করা হয় লন্ডন, প্যারিসে! তেমনই দুর্গা পুজোর আমেজ এবার জাপানে, কাজের চাপে এক দিনের বেশি সেখানে দুর্গাপুজো পালন করতে পারেন না প্রবাসীরা, তবে পুজো মানেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব, আর সেই উৎসবেই মাতলেন জাপানের প্রবাসী বাঙালিরা। আর শুধু তাই নয়, বাঙালির উৎসবে এবার মেতে উঠলেন জাপানের নাগরীকরাও।

Japan celebrated Durga Puja 2021