প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুপ্রেরণা বলে মনে করেন। সেজন্য তাঁর নামে গাড়ির নম্বর প্লেট বসালেন এক ব্যক্তি। তাঁর নাম রাঘবেন্দ্র। নম্বর প্লেটে লেখা NMODI। আমেরিকা নিবাসী ওই ব্যক্তি বলেন, 'নরেন্দ্র মোদী তাঁর কাছে অনুপ্রেরণা। সেই কারণে তিনি এই নম্বর প্লেট বানিয়েছেন। প্রধানমন্ত্রী মোদীকে দেখে আমিও নিজেকে দেশের সেবায় নিয়োজিত করতে চাই।'
A fan of PM Narendra Modi Flaunts 'NMODI' Car Number Plate in USA