ভারতের গর্ব চন্দ্রযান-3। চাঁদের দক্ষিণ মেরুতে ভারতের চন্দ্রযান-3-এর ল্যান্ডার বিক্রমের সফল অবতরণের পরই শুভেচ্ছার বার্তা পাঠিয়েছিল প্রায় সবকটি দেশই। এরই মধ্যে কার্যত বোমা ফাটালেন চিনের একজন বিজ্ঞানী। চিনের বিজ্ঞানী ওয়্যাং জিয়াউয়ান দাবি করেছেন যে চন্দ্রযান-3 এর অবতরণ চাঁদের দক্ষিণ মেরুর কাছাকাছি কোথাও ছিল না। চন্দ্রযান-৩-এর অবতরণ মেরু অঞ্চল থেকে 619 কিলোমিটার দূরে হয়েছিল। বিজ্ঞানী ওয়্যাং জিয়াউয়ানকে চিনের মহাকাশ বিজ্ঞান কর্মসূচির জনক বলেই ধরা হয়। ফলে তাঁর এই দাবি ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে বিশ্বজুড়ে।
Chandrayaan-3: Chinese scientist claims India's Moon landing was nowhere near lunar south pole