scorecardresearch
 
Advertisement

China: সাধারণ নাগরিককে মহাকাশে পাঠালো চিন!

China: সাধারণ নাগরিককে মহাকাশে পাঠালো চিন!

চিন আর কি কি করবে ভাবতে পারেন। আগেই আস্ত একটি মহাকাশ স্টেশনটি তৈরি করেছিল চিন। এবার প্রথম কোনও অসামরিক নাগরিককে মহাকাশে পাঠিয়ে নতুন নজির তৈরি করল তারা। এই প্রথম কোনও মহাকাশচারী নয় চিনে যাচ্ছেন এক অধ্যাপক। চিনের মহাকাশ গবেষণা সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, বেজিংয়ের এরোনটিক্স ও অ্যাস্ট্রোনটিক্স বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক গুই হাইচাওকে মহাকাশে পাঠানো হয়েছে। আগামী ছ’মাস মহাকাশে থেকে গুই ‘পেলোড’ বিশেষজ্ঞের কাজ করবেন । মহাকাশে গুইয়ের সঙ্গী চিং হাইপেং ও জো ইয়াংচো নামে দুই বিজ্ঞানী। এঁরা দু’জনেই পিএলএ-র সদস্য।

​​China to send first civilian into space on Tuesday

Advertisement