ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে এবার জলাস্ত্রের প্রয়োগ করল ভারত। জম্মু-কাশ্মীরে টানা বৃষ্টিতে নদীর জলস্তর বেড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে চেনাব নদীর উপরে থাকা সালাল এবং বাগলিহার বাঁধের একাধিক গেট খুলে দেওয়া হল।