scorecardresearch
 
Advertisement

Giant iceberg in Antarctica: আকারে লন্ডন শহরের থেকেও বড়! ভেঙে পড়ল বড় হিমশৈল

Giant iceberg in Antarctica: আকারে লন্ডন শহরের থেকেও বড়! ভেঙে পড়ল বড় হিমশৈল

আকারে লন্ডন শহরের থেকেও বড়! আন্টার্কটিকায় ভেঙে পড়ল বিশাল হিমশৈল। তাহলে কী পৃথিবী এবার জলের তলায় চলে যাবে? এই প্রশ্নটাই এখন দিকে দিকে উঠতে শুরু করেছে। জানা যাচ্ছে, আন্টার্কটিকার সারি সারি বরফের চূড়া থেকে বিচ্ছিন্ন হয়ে প্রায় 150 কিলোমিটার দূরে ভেসে গেল লন্ডন শহরের থেকেও বড় আকারের হিমশৈল। বিশালাকার ওই হিমশৈল ভেসে যাওয়ার ছবি এবং ভিডিয়ো ইতিমধ্যেই গবেষকদের হাতে উঠে এসেছে। চলতি বছরের জানুয়ারিতে ওই হিমশৈলটি মূল হিমবাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বর্তমানে সেটি উৎপত্তিস্থল থেকে প্রায় 150 কিলোমিটার দক্ষিণে ভাসছে। শক্তিশালী আন্টার্কটিক উপকূলীয় স্রোত এটিকে ধাক্কা মারার কারণে এটি ঘুরতে ঘুরতে এগিয়ে যাচ্ছে বলেও বিজ্ঞানীরা জানিয়েছেন। বিজ্ঞানীরা এই হিমশৈলটির নাম দিয়েছেন এ-এইটি ওয়ান। বিজ্ঞানীদের দাবি, এ-এইটি ওয়ান-এর আকার প্রায় 1550 বর্গ কিলোমিটার। অর্থাৎ, যা লন্ডন শহরের থেকেও বড়। যে হিমশৈলে ধাক্কা খেয়ে টাইটানিক ডুবে গিয়েছিল, তার উচ্চতা ছিল 100 ফুট। চওড়ায় 400 ফুট। এ-এইটি ওয়ান আয়তনে তার থেকে হাজার গুণ বড়। শক্তিশালী স্রোতের কারণে এটি ক্রমশই ওয়েডেল সাগরের দিকে এগিয়ে যাচ্ছে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন। এত বড় হিমশৈল গলে যাওয়া পৃথিবীর জন্য অশনি সংকেত বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Giant iceberg bigger than London seen floating 150 km away from Antarctica

Advertisement