Advertisement

Global Warming: বিপদের মুখে বিশ্ব! উষ্ণায়নের চরমে, 35 বছর আগের সতর্কবাণী সত্যি হতে চলেছে?

বিশ্ব উষ্ণায়ণ। শব্দবন্ধটা শুনলেই আতঙ্ক গ্রাস করে পৃথিবীর মানুষকে। চড়চড় করে বেড়ে চলা তাপমাত্রার পারদ এবার আরও ভয়াবহতার দিকে ঠেলে নিয়ে যাচ্ছে গোটা বিশ্বকে। গ্লোবাল ওয়ার্মিং আরও একধাপ এগিয়ে এখন গ্লোবাল বয়েলিংয়ে পরিণত হয়েছে। পৃথিবী এই মুহূর্তে এমন একটি পর্বে প্রবেশ করেছে যেখানে তাপমাত্রা আকাশ ছুঁয়েছে। উষ্ণতার পর্ব পেরিয়ে বিশ্ব এখন তাপমাত্রার নিরিখে টগবগ করে ফুটছে।

Global Warming Condition is rising day by day

Advertisement