ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চলছে। আর এই যুদ্ধ বিরতির কৃতিত্ব দাবি করেছেন America র প্রেসিডেন্ট Donald Trump। যদিও India র তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে Pakistan এর তরফেই প্রথমে যুদ্ধবিরতির আবেদন জানিয়ে ফোন করা হয়। তারপর সেই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে India।
India Pakistan ceasefire claim by Donald Trump