ইরানের বন্দর শহর আব্বাসে শাহিদ রাজাই বন্দরে জোরালো বিস্ফোরণ। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫০০। এটি দুর্ঘটনা না অন্তর্ঘাত? জল্পনা তুঙ্গে। জেরুসালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ইসলামিক রেভোলিউশনারির গার্ড কর্পসের নৌঘাঁটির কাছেই বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের পিছনে কি ইজরায়েলি সেনার হাত? তাদের কোনও ভূমিকা নেই বলে দাবি করেছে ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF)।