Advertisement

গাজায় ফিলিস্তিনি জঙ্গিদের 800 সুড়ঙ্গ পথ খুঁজে পেল IDF

ফিলিস্তিনি জঙ্গিদের তৈরি টানেল নেটওয়ার্কেও আরও একটি ভিডিও সামনে এল। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF-র দাবি তারা গাজা স্ট্রিপের মধ্যে 800টি টানেলের পথ খুঁজে পেয়েছে। একটি ভিডিও-ও প্রকাশ করেছে তারা। তাতেই দেখা যাচ্ছে সুড়ঙ্গ নেটওয়ার্কে ঢোকার বিভিন্ন রাস্তা।

Israel-Gaza War Update

Advertisement