জাপান কি নতুন কোনো প্ল্যান করছে? জাপানের কাছে যা অস্ত্র আছে তা আপনাকে চমকে দিতে পারে। আসলে জাপান কখনও তাদের সামরিক অস্ত্র নিয়ে প্রকাশ্যে কিছু বলে না। তাই কারো জানাও হয় না। তবে এবার এমন তথ্য সামনে এল যা ঘুম উড়িয়ে দিতে পারে আপনার। এমন মিসাইল যা আঘাত হানতে পারে 5000 কিমি প্রতি ঘন্টায়। জাপানের কাছে রয়েছে পৃথিবীর প্রথম এয়ার টু এয়ার মিসাইল AAM 4B যেটিতে AESA রাডার সিকার ব্যবহার করা হয়েছে।
Japan Army New Missile