Advertisement

Burj Mubarak al-Kabir: বিশ্বের সব থেকে উঁচু টাওয়ার বুর্জ মুবারক!

আচ্ছা বিশ্বের সব থেকে উঁচু টাওয়ার বললে আপনার ঠিক কোন টাওয়ারের কথা মনে পড়ে। অবশ্যই বুর্জ খলিফা। তবে আপনি কি জানেন এই বুর্জ খলিফার থেকেও বড় টাওয়ার তৈরি হচ্ছে। বুর্জ খলিফাকে টপকে কুয়েতে তৈরি হচ্ছে সব থেকে উঁচু টাওয়ার। যার নাম বুর্জ মুবারক। প্রায় হাজার মিটার উঁচু টাওয়ারটি হতে চলেছে কুয়েতের মাদিনাত আল হারির বা সিল্ক সিটির প্রধান আকর্ষণ।

Kuwait to build world’s tallest tower ‘Burj Mubarak al-Kabir’

Advertisement