scorecardresearch
 
Advertisement

Mamata Banerjee: সকালে জগিং-বাজালেন অ্যাকোর্ডিয়নও, মাদ্রিদে মমতার দিনযাপন

Mamata Banerjee: সকালে জগিং-বাজালেন অ্যাকোর্ডিয়নও, মাদ্রিদে মমতার দিনযাপন

স্পেন সফরে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভ্যাস মতো বিদেশের মাটিতেও মর্নিং ওয়াক করতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এমনক আরেকটি ভিডিও সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে মাদ্রিদের রাস্তায় দাঁড়ানো সঙ্গীত শিল্পীর কাছ থাকা অ্যাকোর্ডিয়ন বাজাচ্ছেন তিনি। সুর তুলেছেন আমরা করব জয়। দেখুন সেই ভিডিও।

Advertisement