scorecardresearch
 
Advertisement

New Zealand earthquake: ভয়াবহ ভূকম্পে কেঁপে উঠল নিউ জিল্যান্ড

New Zealand earthquake: ভয়াবহ ভূকম্পে কেঁপে উঠল নিউ জিল্যান্ড

ভয়াবহ ভূকম্পে কেঁপে উঠল নিউ জিল্যান্ড। বৃহস্পতিবার সকালে নিউ জিল্যান্ডের কার্মাডেক দ্বীপপুঞ্জ এলাকায় ভূমিকম্প হয়েছে বলে জানা গিয়েছে। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে অনুযায়ী কম্পনের মাত্রা 7.1। সূত্রে খবর, ভূগর্ভের 10 কিলোমিটার গভীরে এই কম্পনের উৎসস্থল। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। সুনামির সতর্কতা জারি করা হয়েছে। এর আগে 5 মার্চ,শনিবার ঠিক একই জায়গায় কম্পন অনুভূত হয়েছিল। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার সূত্রে খবর, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 6.9। ফেব্রুয়ারী মাসে বিধ্বংসী ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্ক। রিখটাল স্কেলের কম্পনের মাত্রা ছিল 7.8। সঙ্গে পর পর বেশ কয়েকটি আফটার শক! কার্যত বিধ্বংস হয়ে গিয়েছিল দেশটি। প্রাণ হারান 50 হাজারেও বেশি মানুষ।

New Zealand earthquake: Magnitude 7.1 quake strikes Kermadec Islands

Advertisement