Advertisement

Pakistan Man Enrolls In Class 1 At 65 Years: সমাজকে বুড়ো আঙুল, দেখুন কীভাবে 65 বছরের বৃদ্ধ ক্লাস ওয়ানে পড়ছেন

মনের জোর বড় জোর। বয়স সেখানে কোনও বাঁধাই নয়। ইচ্ছা থাকলে সব কিছুকেই বুড়ো আঙুল দেখানো যায়। কত অসম্ভবকে সম্ভব করা যায়। মনের জোরের সঙ্গে যদি থাকে অদম্য ইচ্ছা আর জেদ তবে তিনের মিশেলে অনেক অধরা ইচ্ছাকেই বাস্তবে পরিণত করা যায়। ঠিক তেমনই এক মানুষের জীবনের কথা বলব আপনাদের। বয়স তাঁর ৬৫। স্কুলে পড়ার ইচ্ছা প্রবল। তাই সাত পাঁচ না ভেবে ৬৫ বছর বয়সে প্রথমবার পৌঁছে গেলেন স্কুলে। বয়স ৬৫। ততে কী? বয়সকে বুড়ো আঙুল দেখিয়েই নিজের ইচ্ছাকে গুরুত্ব দিলেন তিনি।

Pakistan Man Enrolls In Class 1 At 65 Years

Advertisement