পাকিস্তানে ঢুকে জঙ্গিদের খতম করে এসেছে ভারত। পহেলগাঁওয়ে খোয়ানো সিঁদুরের বদলা নিয়েছে অপারেশন সিঁদুর দিয়ে। আর এদিকে জঙ্গিদের মৃত্যুতে শোকে কাঁদছে পাকিস্তান। এবার ভারতকে বড়সড় আক্রমণের হুঁশিয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের। বুধবার রাতে দেশের মানুষের উদ্দেশে ভাষণ দেন তিনি। সেখানেই বলেন, 'ভারতকে এই হামলার বিরাট মূ্ল্য চোকাতে হবে। ভারত সরাসরি পাকিস্তানের সার্বভৌমত্বে আক্রমণ করেছে। এর প্রত্যাঘাত করা হবেই। নিরাপরাধ শহিদদের প্রতিটি রক্তের ফোঁটার বদলা নেওয়া হবে। ভারত কঠোর পরিণতি ভোগ করার জন্য তৈরি হোক।'