scorecardresearch
 
Advertisement

Pakistan's Census: পাকিস্তানের জনসংখ্যা একলাফে প্রায় 25 কোটিতে পৌঁছে গিয়েছে

Pakistan's Census: পাকিস্তানের জনসংখ্যা একলাফে প্রায় 25 কোটিতে পৌঁছে গিয়েছে

অর্থনৈতিক সংকট এখনো পিছু ছাড়েনি পাকিস্তানের। তারই মধ্যে আরও এক সমস্যা দিন দিন বড় হয়েছে দাঁড়াচ্ছে। সেটা হল জনসংখ্যা বৃদ্ধি। সম্প্রতি পাকিস্তানের সপ্তম জনগননার কাজ শেষ হয়েছে। যা সেদেশের প্রথম ডিজিটাল সেনসাসও বটে। সেই রিপোর্ট সামনে আসতেই দেখা গিয়েছে যে পাকিস্তানের জনসংখ্যা একলাফে প্রায় 25 কোটিতে পৌঁছে গিয়েছে। যা দেখে মাথা ব্যাথার বড় কারণ হয়েছে শাহবাজ শরিফ সরকারের। যা আগের ষষ্ঠ জনগননা থেকে 4 কোটি 9 লক্ষ বেশি। রিপোর্টে দেখা গিয়েছে 2016 সালের পর থেকেই পাকিস্তানের অর্থনীতি নিম্নমুখী। বর্তমানে তা চরম রুপ নিয়েছে। সে দেশের ইতিহাসে সব থেকে খারাপ অর্থনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বর্তমান প্রশাসন। সরকারি খাদ্য বিতরণ কেন্দ্রগুলিতে অনুদানের জন্য মানুষের ভিড় বেড়েই চলেছে। ক্রমাগত মুদ্রস্ফীতিতে নাজেহাল মানুষ। একই সময় ঊর্ধ্বমুখী দেশের জনসংখ্যা ইসলামাবদের বিপদ বাড়াবে বৈ কী কমাবে না। পাক আদমশুমারি কমিশনের প্রধান নৈমুজ জাফর জানিয়েছেন, সপ্তম আদমশুমারি অনুযায়ী দেশের বর্তমান জনসংখ্যা প্রায় 25 কোটি। আগের জনগননা থেকে যা 4 কোটি 9 লক্ষ বেশি। পাক প্রদেশগুলির মধ্যে পাক পাঞ্জাবে জনসংখ্যা সবচেয়ে বেশি 12 কোটি 74 লক্ষ। সিন্ধের জনসংখ্যা প্রায় 6 কোটি। খাইবার পাখতুনখাওয়া 3 কোটি ছাপিয়ে গিয়েছে। বালুচিস্তানে লোকসংখ্যা 2 কোটির কিছু বেশি। শহরগুলির মধ্যে রাজধানী ইসলামাবাদে সবচেয়ে বেশি মানুষের বাস। একদিকে যখন দেশেজুড়ে সাধারণ মানুষ খাদ্যের জন্য হাহাকার করছেন, সেই সময়েই সপ্তম জাতীয় আদমশুমারিতে পাক কোষাগার থেকে খরচ হয়েছে 34 বিলিয়ান পাকিস্তানি টাকা। এই খরচ আসবে কোথা থেকে? কিভাবেই বা এত মানুষের মুখে খাবার তুলে দেবে সরকার? প্রশ্নটা কিন্তু শাহবাজ শরিফের সরকারের রাতের ঘুম কেড়ে নিয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Pakistan's total population attains new mark amid economic slump.

Advertisement