Advertisement

Rahul Gandhi US Tour Speech: মোদীজিকে ঈশ্বরের পাশে বসিয়ে দিন, তাঁকেও মহাবিশ্ব কীভাবে চলছে বোঝাবেন, কটাক্ষ রাহুলের

কংগ্রেস নেতা রাহুল গান্ধি সান ফ্রান্সিসকোতে গিয়ে বিজেপি সরকারকে আক্রমণ করলেন। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ায় সমাজকর্মী, শিক্ষাবিদ এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সামনে তিনি বলেন আপনারা যদি মোদীজিকে ঈশ্বরের পাশে বসান, তাঁকে দুনিয়া কীভাবে চলছে বোঝাবেন। রাহুল বলেন, ভারতে একদল লোক আছে যারা পুরোপুরি নিশ্চিত যে তারা সবকিছু জানে। তারা মনে করেন ঈশ্বরের চেয়ে বেশি জানানের তারা।

Advertisement
POST A COMMENT