Advertisement

Pakistan Crisis: পাকিস্তানের বন্ধু সৌদি বলল, আমাদের দেশে ভিখারি, পকেটমারদের পাঠাস না, বুঝুন কাণ্ড

ভিখারি, পকেটমার-দের আর দয়া করে পাঠাবেন না। হজ যাত্রীদের নিয়ে পাকিস্তানকে এবার কড়া বার্তা দিল সৌদি। সব জায়গাতেই পাকিস্তানকে ছি ছি করছে। এমনিতেই হাহাকার অবস্থা। তার মধ্যে বদনাম কুড়তে হচ্ছে দিকে দিকে। আর্থিক অবস্থায় বিপর্যস্ত পাক মুলূক। এই অবস্থায় পাকিস্তানের দিক থেকে মুখ ফিরিয়ে নিল বন্ধু দেশ সৌদি আরব। কারণ হজ কোটার প্রার্থী বাছাই নিয়ে ইতিমধ্যে সৌদি আরব সরকার পাকিস্তানকে সতর্ক করেছে। সৌদির বিদেশ মন্ত্রকের কর্মকর্তাদের একটি বৈঠকের পরই পাকিস্তানকে কড়া ভাষায় সতর্ক করেছে। বলা হয়েছে পাকিস্তান যেন হজ যাত্রায় দেশের ভিখারি ও পকেটমারদের না পাঠায়।

Saudi Arabia warns Pakistan on Haj Quota, says, not to send their beggars and pickpockets

Advertisement