মহাবিশ্বে এককথায় রহস্য ঘেরা এক মায়াজাল। রোজ কিছু কিছু না আবিষ্কার হয়েই চলেছে। এই আজানা অন্ধকার মায়াজালকে বিজ্ঞানীরা বোঝার চেষ্টা করছেন। সে গ্রহ হোক বা উপগ্রহ। এখন পর্যন্ত বিজ্ঞানীরা মাত্র নয়টি গ্রহ খুঁজে বের করতে পেরেছেন। এর মধ্যেও, প্রতিটি গ্রহের নিজস্ব বিশেষ বৈশিষ্ট্য এবং গোপনীয়তা রয়েছে। এই গ্রহগুলির মধ্যে একটিকে পৃথিবীর মত বা পৃথিবীর যমজ গ্রহও বলা হয়। সেই বিষয়েই খোলসা করবো।
The temperature of venus is 475 degrees celsius the sun does not set here for eight months