scorecardresearch
 
Advertisement

India-China dispute: ভারতের সঙ্গে ফের যুদ্ধ করাই কি চিনের মতলব?

India-China dispute: ভারতের সঙ্গে ফের যুদ্ধ করাই কি চিনের মতলব?

লাদাখের ওপারে দুর্গ থেকে নজরদারি চালাচ্ছে নাকি চিন। আর সেই তথ্য ঘিরেই হইচই পরে গিয়েছে দেশ জুড়ে। তাহলে কি ভারতের ওপর হামলা চালানোর পরিকল্পনা করথজে জিং পিং সরকার? উঠছে প্রশ্ন। লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকায় দুর্গ দখল করেছে চিনা ফৌজ। সেখান থেকেই ভারতীয় ভূখণ্ডের উপর নজরদারি চালাচ্ছে বেজিং। পাশাপাশি, সীমান্তবর্তী এলাকায় দ্রুত হারে নির্মাণ কাজ চালাচ্ছে People’s Liberation Army বা PLA। চুসুলের কাউন্সিলর কনচক স্টানজিনের এহেন বিস্ফোরক দাবি ঘিরে দেশজুড়ে শোরগোল। সম্প্রতি ওই এলাকার একটি ছবি টুইটারে পোস্ট করেন লাদাখের কাউন্সিলর। 2010 সাল থেকে 2012-র মধ্যে লে জেলার জোরাওয়র ফোর্ট দখল করে PLA। পাশাপাশি, ওই এলাকায় পুরো দমে নতুন নির্মাণের কাজও চালিয়ে যাচ্ছে লালফৌজ।

Why We Should All Worry About the China-India Border Dispute

Advertisement