Advertisement

Zimbabwe Plane Crash News: ভারতীয় শিল্পপতির প্লেন মাঝ আকাশেই বিস্ফোরণ

জিম্বাবোয়েতে রিমজিও নামে একটি কোম্পানি চালাতেন রনধাওয়া। সোমবার জিম্বাবোয়ের রাজধানী হারারে থেকে মুরোয়া হিরের খনির দিকে উড়ছিল রনধাওয়াদের প্লেন। জিম্বাবোয়ের সংবাদমাধ্যম দ্য হেরাল্ড সূত্রে খবর, প্লেনে চার জন ছিলেন বিদেশি যাত্রী। বাকিরা জিম্বাবোয়েরই নাগরিক। স্থানীয় সময়, সকাল সাড়ে সাতটি থেকে আটটার মধ্যে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। প্লেনটি মুরোয়া ডায়মন্ড কোম্পানির।

Zimbabwe Plane Crash News

Advertisement