জুবিনকে নিয়ে চুপ কেন? অসম সফরের পরেই মোদীকে আক্রমণ কংগ্রেস নেতার

কেন অসমে দু'দিনের সফরে এসে একাধিক সভা করলেও প্রধানমন্ত্রী জুবিন গর্গকে নিয়ে মুখ খোলেনি তা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন অসমের কংগ্রেস সাংসদ গৌরব গগৈ।

Advertisement
জুবিনকে নিয়ে চুপ কেন? অসম সফরের পরেই মোদীকে আক্রমণ কংগ্রেস নেতারঅসম সফরের পরেই মোদীকে আক্রমণ কংগ্রেস নেতার
হাইলাইটস
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অসম সফর নিয়ে এবার সরব কংগ্রেস।
  • কংগ্রেস নেতার দাবি, "গোটা বিষয়ে মনে হল, অসমবাসীর শোক ও যন্ত্রণা প্রধানমন্ত্রীর কাছে অদৃশ্য।
  • রাহুল গান্ধী উত্তর-পূর্ব ভারতকে বোঝেন, দাবি গগৈর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অসম সফর নিয়ে এবার সরব কংগ্রেস। কেন অসমে দু'দিনের সফরে এসে একাধিক সভা করলেও প্রধানমন্ত্রী জুবিন গর্গকে নিয়ে মুখ খোলেনি তা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন অসমের কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। 

এক্স হ্যান্ডেলে গগৈ বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু’দিনের সফরে অসমে এসেছিলেন। একাধিক সভা থেকে তিনি রাজ্যের মানুষের উদ্দেশে ভাষণও দিয়েছেন। খুব স্বাভাবিক ভাবেই সেই ভাষণের মূল লক্ষ্য ছিল কংগ্রেস। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হল, এই সফরে প্রধানমন্ত্রী প্রয়াত শিল্পী জুবিন গর্গের প্রতি কোনও শ্রদ্ধা নিবেদন করেননি। জুবিনের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে দেখা করেননি, এমনকী জুবিনের অগণিত ভক্তদের উদ্দেশেও একটা শব্দ বলেননি।"

কংগ্রেস নেতার দাবি, "গোটা বিষয়ে মনে হল, অসমবাসীর শোক ও যন্ত্রণা প্রধানমন্ত্রীর কাছে অদৃশ্য। তিনি যেন আমাদের দেখতেই পান না। লাইট, ক্যামেরা, সাজানো-গোছানো অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এতটাই ডুবে থাকেন যে, সাধারণ মানুষ তাঁর কাছে শুধু হাততালি দেওয়ার দর্শক হিসেবে জায়গা পান।"

গৌরবের দাবি, "এই অভিজ্ঞতা শুধুমাত্র অসমের নয়, গোটা উত্তর-পূর্ব ভারতেরও। মণিপুরের মানুষও এই ঘটনারই সাক্ষী। প্রধানমন্ত্রী যখন মণিপুর সফরে গিয়েছিলেন, তখন সেখানকার যুবকরা কার্যত একটা নাটক দেখেছিলেন। এমন এক নাটক, যেখানে পরিচালক, প্রযোজক, টেকনিশিয়ান এবং অবশ্যই মুখ্য অভিনেতা—সবাই এক জনই।"

মোদীকে আক্রমণের পর গগৈ বলেন, "একদিকে যখন নরেন্দ্র মোদী জুবিন গর্গের বিষয়ে কিছুই করেননি, তখন কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী অসমে এসে জুবিন ক্ষেত্রে গিয়ে জুবিন দাকে শ্রদ্ধা জানিয়েছেন। শোকস্তব্ধ পরিবারের সঙ্গে দেখা করেছেন। জুবিন গর্গের  ন্যায়বিচারের দাবিও তুলেছেন রাহুল। এছাড়াও রাহুল মণিপুরে দু’বার গিয়েছেন। হিংসার শিকার হওয়া মানুষদের সঙ্গে দেখাও করেছেন তিনি... সোজা কথায় বললে, রাহুল গান্ধী উত্তর-পূর্ব ভারতকে বোঝেন।"

 

POST A COMMENT
Advertisement