Abhishek Banerjee: ৩ 'ভূতের' র‍্যাম্প ওয়াক, অভিষেকের প্রথম ভোটপ্রচারের নির্যাস কী? সব পয়েন্টে রইল

বারুইপুর থেকে নির্বাচনের প্রচার শুরু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব়্যাপে হেঁটে ২০২৬ নির্বাচনের প্রচার শুরু করলেন তিনি। কী বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক? একনজরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছাব্বিশের আগের প্রথম ভোটপ্রচার...

Advertisement
৩ 'ভূতের' র‍্যাম্প ওয়াক, অভিষেকের প্রথম ভোটপ্রচারের নির্যাস কী? সব পয়েন্টে রইলঅভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • বারুইপুর থেকে অভিষেকের ভোটের প্রচার শুরু
  • ব়্যাম্পে হেঁটে মানুষের মাঝে তৃণমূলের সাংসদ
  • দক্ষিণ ২৪ পরগনাকে নিজের কর্মভূমি বলে উল্লেখ

বিধানসভা ভোটের লক্ষ্যে শুক্রবার থেকে জেলা সফর শুরু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বারুইপুরে জনসভার মাধ্যমে প্রচার শুরু তাঁর।  স্থানীয় ফুলতলা সাগরসঙ্ঘের মাঠে জনসভার আয়োজন হয়েছে। তাঁর জন্য তৈরি করা হয়েছে ব়্যাম্প। সেই ব়্যাম্পে হেঁটে মানুষের মাঝে পৌঁছে ভোটের প্রচার শুরু করলেন অভিষেক। একনজরে দেখে নিন এদিন কী কী গুরুত্বপূর্ণ বার্তা দিলেন অভিষেক...

বারুইপুরের ব়্যাম্পে ৩ 'ভূত'

শুক্রবার বারুইপুরের জনসভায় কেবলমাত্র অভিষেক নয়, ব়্যাম্পে হাঁটলেন ৩ 'ভূত'! কেন বারুইপুরের এই সভায় ব়্যাম্প তৈরি হল? জবাবে অভিষেক বলেন, 'এই ব়্যাম্পে আজকে আমি ৩ জন ভূতকে হাঁটাব।' আসলে যাঁদের নাম SIR তালিকায় মৃত বলে উল্লেখ করা হয়েছে অথচ তাঁরা জীবিত, এমন ৩ জনকে র়্যাম্পে হাঁটালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এঁদের মধ্যে একজন কাকদ্বীপের এবং বাকি ২ জন মেটিয়াবুরুজের। অভিষেকের দাবি, দক্ষিণ ২৪ পরগনায় এরকম ব্যক্তির সংখ্যা ২৪ জন। তিনি বলেন, 'ভ্যানিশ কুমার জবাব দিন।' 

ছাব্বিশের টার্গেট

> 'ছাব্বিশের নির্বাচন শুধু এদের পরাজিত করার নির্বাচন নয়, শিক্ষা দেওয়ার নির্বাচন। দক্ষিণ ২৪ পরগনার কোনও আসনে যেন জয়ের ব্যবধান ৫০ হাজারের নীচে না হয়,' টার্গেট বেঁধে দিলেন অভিষেক। 

কমিশনে যাবেন মমতা

দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে গিয়েছিলেন অভিষেক। সে কথা প্রসঙ্গে তিনি বলেন, 'আমার সঙ্গে আঙুল তুলে কথা বলছিলেন জ্ঞানেশ কুমার। আমি বলেছি, আপনি মনোনীত, আমি নির্বাচিত। বাঙালি কী, দিল্লিতে গিয়ে বুঝিয়ে দিয়ে এসেছি। এর পর মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন।'

মহারাষ্ট্রে বাঙালি হেনস্থা 

মহারাষ্ট্রে গিয়ে বাংলায় কথা বলার অপরাধে গ্রেফতার বালুরঘাটের বাসিন্দা BJP-র বুথ সভাপতি। তা সত্ত্বেও সুকান্ত মজুমদার একটা ফোন করে সাহায্য করেননি, অভিযোগ অভিষেকের। তৃণমূল লড়াই করে BJP-র সেই বুথ সভাপতিকে বাড়িতে পৌঁছে দিয়েছে। অভিষেক বলেন, ‘নিজেদের বুথ সভাপতিকে যে বিজেপি রক্ষা করতে পারে না, তারা বাংলার মানুষকে কী ভাবে রক্ষা করবে?'

ফের চ্যালেঞ্জ

'মমতা বন্দ্যোপাধ্যায় কোনও প্রশ্ন ছাড়াই বাংলার মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা দেন। চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, একটা রাজ্যেও বিনা প্রশ্নে সমস্ত মহিলাকে এইরকম সরকারি প্রকল্পের সুবিধা দিয়ে দেখান, মাঝপথে বাতিল করে নেয়, কথা দিচ্ছি রাজনীতি ছেড়ে দেব,' চ্যালেঞ্জ অভিষেকের।

Advertisement

শুভেন্দু অধিকারী বলেছিলেন, এর চেয়ে মুহাম্মদ ইউনূসের বাংলাদেশের সরকারও ভাল। এই দাবি করে আরও একটি অডিও ক্লিপিং শোনান তৃণমূল সাংসদ। অনন্ত মহারাজ, BJP-র সাংসদ প্রধানমন্ত্রীকে পাকিস্তানি বলেন বলে দাবি অভিষেকের। একটি অডিও ক্লিপিংও শোনান মঞ্চে। 'আমরা জয় বাংলা বলি বলে আমাদের বাংলাদেশি বলা হয়। দেশের রাষ্ট্রপতি এই বাংলায় এসে জয় বাংলা বলে গিয়েছেন,' মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

প্যাটিস বিক্রেতাকে মারধর নিয়ে প্রতিক্রিয়া 

ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে প্যাটিস বিক্রেতাকে মারধরের অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া অভিষেকের। তিনি বলেন, 'গীতার অনুষ্ঠানে যারা একটি যুবককে চিকেন প্যাটিস বিক্রি করে থাকতে পারে বলে মারধর করতে পারে, তাদের থেকে বাংলার মানুষকে হিন্দুত্বের পাঠ শিখতে হবে না। গীতা আমাদের শিখিয়েছে, একটা গরু, পিঁপড়ের মধ্যেও শ্রীকৃষ্ণ বিরাজমান। তাহলে একজন যুবককে মারধরের জবাব বাংলার মানুষ দেবে না? কে চিকেন প্যাটিস খাবে, কে ডিমের ঝোল খাবে, কে ফিশ পকোড়া খাবে, কে কাকে বিয়ে করবে, কে কাকে ভালোবাসে, এগুলো সব BJP ঠিক করবে?'

কত আসবে জিতবে তৃণমূল?

২১৪টির থেকে একটি হলেও বেশি আসনে জিতবে এবার তৃণমূল কংগ্রেস। অভিষেকের দাবি এমনটাই। তিনি বলেন, 'এবার একটি হলেও আগের বারের থেকে বেশি আসন পাব আমরা। আর সেই একটি আসন যেন আসে দক্ষিণ ২৪ পরগনা থেকে। ৩১-এ ৩১ যেন হয়। এবার ভাঙর বিধানসভাও জিততে হবে আমাদের।' শুধুমাত্র বাংলার প্রকল্পের টাকা বঞ্চিত করেই শান্ত হয়নি BJP, এবার ভাতে মারতে SIR প্রক্রিয়া শুরু করেছে বলে মন্তব্য অভিষেকের। বাংলার বাড়ি, বাংলার আবাসের টাকা, ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে রাখার সঙ্গে সঙ্গেই এবার SIR চাপিয়ে দেওয়া হয়েছে বলে উল্লেখ তাঁর। 

কেন বারুইপুরে সভা?

কালীঘাট যদি আমার জন্মভূমি হয়, দক্ষিণ ২৪ পরগনা আমার কর্মভূমি। তাই আপনাদের শুভেচ্ছা, ভালোবাসা, আশীর্বাদ, স্নেহ নিয়ে বাংলার মাটি থেকে লড়াই শুরু করলাম: অভিষেক বন্দ্যোপাধ্যায়। SIR-এর প্রক্রিয়ার চাপে মৃত্য হয়েছে বলে দাবি করা ৩ জনের পরিবারের সদস্যরাও রয়েছেন অভিষেকের সভায়। রয়েছেন শফিকুল গাজ়ি, হাফেজ় শাহবুদ্দিন এবং আবু তালেব সর্দারের পরিবারের সদস্যেরা। বারুইপুরে অভিষেকের সভার জন্য যে মঞ্চ প্রস্তুত করা হয়েছে তা কনসার্টের থেকে কম কিছু নয়। মূল মঞ্চের পিছনে রয়েছে LED স্ক্রিন। 

 

POST A COMMENT
Advertisement