Abhishek Banerjee Baruipur Rally: ছাব্বিশে কত আসন TMC-র? একাধিক টার্গেট দিলেন অভিষেক

বাংলায় ক'টা আসনে জিতবে তৃণমূল কংগ্রেস, সেই নিয়ে এবার টার্গেট সেট করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি শুক্রবার বারুইপুর থেকে নিজের নির্বাচনী প্রচার শুরু করলেন। কেন বারুইপুর থেকেই ছাব্বিশের ভোটের প্রচার শুরু করলেন, সে ব্যাখ্যাও দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

Advertisement
ছাব্বিশে কত আসন TMC-র? একাধিক টার্গেট দিলেন অভিষেকঅভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • বাংলায় ক'টা আসনে জিতবে তৃণমূল কংগ্রেস?
  • টার্গেট সেট করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
  • কেন বারুইপুর থেকেই ছাব্বিশের ভোটের প্রচার শুরু?

বারুইপুর থেকে ছাব্বিশের নির্বাচনের প্রথম ভোটপ্রচার শুরু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথম সভা থেকেই আসনের টার্গেট সেট করে ফেললেন তিনি। গোটা রাজ্যে তৃণমূল ক'টা আসন জিতবে, তা নিয়ে ভবিষ্যৎবাণীর পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার জন্যও লক্ষ্য বেঁধে দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 

বারুইপুরের সভায় ব়্যাম্পে হাঁটতে হাঁটতে অভিষেক শুক্রবার বলেন, 'আমি কথা দিয়েছি, ২০২১-এর চেয়ে তৃণমূলের ভোট ২০২৬-এ বাড়বে। একটা হলেও বেশি আসনে জিতব আমরা। আপনারা কথা দিন, সেই আসন যেন এই জেলা থেকেই হয়।' দক্ষিণ ২৪ পরগনায় ৩১-এর মধ্যে ৩১টি আসন জিততে হবে বলে টার্গেট সেট করে দেন তিনি। সর্বোপরি ভাঙর বিধানসভা আসনটি এবার তৃণমূলকে জিততে হবে বলেও ছাব্বিশে টার্গেট তাঁর। 

তিনি বলেন,  'ছাব্বিশের নির্বাচন শুধু এদের পরাজিত করার নির্বাচন নয়, শিক্ষা দেওয়ার নির্বাচন। দক্ষিণ ২৪ পরগনার কোনও আসনে যেন জয়ের ব্যবধান ৫০ হাজারের নীচে না হয়।'

কেন দক্ষিণ ২৪ পরগনা দিয়ে শুরু করলেন ছাব্বিশের ভোটপ্রচার, এ প্রশ্নেরও এদিন উত্তর দেন অভিষেক। তাঁর কথায়, 'আমরা কোনও শুভ কাজে গেলে, বড় কাজে গেলে মা-বাবার আশীর্বাদ নিই। কালীঘাট আমার জন্মভূমি, দক্ষিণ ২৪ পরগনা আমার কর্মভূমি। এই মাটিতে যেন আমার মৃত্যু হয়। আপনাদের আশীর্বাদ নিয়ে তাই আমি লড়াই শুরু করলাম।' 

ফের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে অভিষেক বলেন,'মমতা বন্দ্যোপাধ্যায় কোনও প্রশ্ন ছাড়াই বাংলার মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা দেন। চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, একটা রাজ্যেও বিনা প্রশ্নে সমস্ত মহিলাকে এইরকম সরকারি প্রকল্পের সুবিধা দিয়ে দেখান, মাঝপথে বাতিল করে নেয়, কথা দিচ্ছি রাজনীতি ছেড়ে দেব।' 

'মমতা বন্দ্যোপাধ্যায় কোনও প্রশ্ন ছাড়াই বাংলার মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা দেন। চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, একটা রাজ্যেও বিনা প্রশ্নে সমস্ত মহিলাকে এইরকম সরকারি প্রকল্পের সুবিধা দিয়ে দেখান, মাঝপথে বাতিল করে নেয়, কথা দিচ্ছি রাজনীতি ছেড়ে দেব,'

 

POST A COMMENT
Advertisement