শুক্রবার থেকে জেলা সফর অভিষেকের আর মাত্র কয়েক মাস পরেই বিধানসভা নির্বাচন। ভোটকে পাখির চোখ করে শুক্রবার থেকে জেলাসফর শুরু করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রথম সভা দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। ফুলতলা সাগরসঙ্ঘের মাঠের এই সভায় ২ লক্ষ লোক আনার টার্গেট নিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
গোটা জানুয়ারি মাসজুড়েই জেলায় জেলায় বিধানসভা ভোটের প্রচার সারবেন অভিষেক। তিনি আগেই জানিয়েছিলেন তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার গত ১৫ বছরে যে কাজ করেছে, তার রিপোর্ট কার্ড ভোটারদের সামনে তুলে ধরা তাঁর লক্ষ্য।
তিনবারের ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক গত ২৭ ডিসেম্বর জানিয়েছিলেন, 'আমি ২ জানুয়ারি থেকে রাস্তায় নামব। ২০১১ সাল থেকে তৃণমূল কংগ্রেস তাদের শাসনকালে যে যে কাজ করেছে, তার খতিয়ান তুলে ধরা হবে। শিল্পায়ন, শিক্ষাক্ষেত্র-সহ নানা ক্ষেত্রে তৃণমূল যে কাজ করেছে তা জনগণের সামনে তুলে ধরব। বিস্তারিত রিপোর্ট মানুষের কাছে তুলে ধরা হবে।'
আজ বৃহস্পতিবার তৃণমূলের তরফে এই নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্টও করা হয়। এবারের ভোটের কোন স্লোগান ব্যবহার করবে রাজ্য়ের শাসকদল তাও জানানো হয়েছে সেই পোস্টে। পোস্ট থেকে পরিষ্কার 'যতই করো হামলা, আবার জিতবে বাংলা'-স্লোগানকে হাতিয়ার করে প্রচারে ঝড় তুলতে চাইছেন ডায়মন্ডহারবারের সাংসদ। পোস্টটিতে লেখা, 'কোনও অন্যায়, কোনও ষড়যন্ত্র, কোনও ভয় দেখানো বাংলার মেরুদণ্ডকে কখনও বাঁকা করেনি। বাংলার জনগণের অধিকার এবং মর্যাদা রক্ষার প্রতিটি লড়াইয়ে, শ্রী অভিষেক বন্দ্যোপাধ্য়ায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।'
কাল থেকে জেলা সফর শুরু করার পর পরপর নানা জেলায় যাবেন অভিষেক। বারুইপুরেস সভা শেষে শনিবার উত্তরবঙ্গে যাবেন তিনি। ৬ জানুয়ারি তিনি যাবেন বীরভূম। ৭ জানুয়ারি যাবেন উত্তর দিনাজপুরের ইটাহারে।