Akhilesh Yadav on Bengal Election: SIR নিয়ে মমতার পাশে অখিলেশ, 'সম্মানজনক হারের জন্য লড়ছে BJP', কটাক্ষ সপা প্রধানের

সোমবার পারিবারিক কারণে সস্ত্রীক কলকাতায় এসেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। এই সফর পর্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করলেন অখিলেশ। এদিন বেলা ১টা ৩৫ মিনিটে নবান্নে আসেন তিনি। সেখানেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন। বৈঠক থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়ে অখিলেশ বলেন, বাংলায় ফের দিদিই জিতবেন। এখানে সম্মানজনক হারের জন্য লড়ছে বিজেপি।

Advertisement
 SIR নিয়ে মমতার পাশে অখিলেশ, 'সম্মানজনক হারের জন্য লড়ছে BJP', কটাক্ষ সপা প্রধানেরনবান্নে গিয়ে মমতাকে সমর্থন অখিলেশের

সোমবার পারিবারিক কারণে সস্ত্রীক কলকাতায় এসেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। এই সফর পর্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করলেন অখিলেশ। এদিন বেলা ১টা ৩৫ মিনিটে নবান্নে আসেন তিনি। সেখানেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন। বৈঠক থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়ে অখিলেশ বলেন, বাংলায় ফের দিদিই জিতবেন। এখানে সম্মানজনক হারের জন্য লড়ছে বিজেপি।

এদিন বাংলার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নিজের মত স্পষ্ট করে দেন অখিলেশ। সমাজবাদী পার্টির প্রধানের দাবি, পশ্চিমবঙ্গে বিজেপির পরাজয় এখন সময়ের অপেক্ষা মাত্র। তাঁর কথায়, বিজেপি নিজেই জানে যে তারা এই রাজ্যে জিততে পারবে না। তাই এখন তাদের একমাত্র লক্ষ্য, সম্মানের সঙ্গে হার স্বীকার করা। 

নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়ে অখিলেশ বলেন, ইলেকশন কমিশন SIR নামে NRC করছে। ভোট কাটাই লক্ষ্য। মুখ্যমন্ত্রীকে সমস্যায় ফেলতে চাইছে। বাংলার জনতার দিদির প্রতি আস্থা রয়েছে, ফের তিনি মুখ্যমন্ত্রী হবেন। দিদির প্রতি আমার পুরো সহযোগিতা রয়েছে। 

অখিলেশ বলেন, ইডিকে রুখে  মমতা বন্দ্যোপাধ্যায় ডিজিটাল ডাকাতি আটকে দিয়েছেন। 'দিদি ইডি-কে হারিয়েছেন, এবার বিজেপিকেও হারাবেন।' বিধানসভা নির্বাচনের আগে কলকাতা সফরে এসে জোর গলায় এই দাবিই করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। শুধু তাই নয়, ২০২৬-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ফের বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরবে বলেও ভবিষ্যদ্বাণী করে গেলেন মুলায়ম-পুত্র।
 

POST A COMMENT
Advertisement