দিলীপ ঘোষ।-ফাইল ছবিঅমিত শাহের সঙ্গে বৈঠকের পর দলে ফের 'প্রাসঙ্গিক' হলেও প্রধানমন্ত্রীর সভায় এবারও ডাক পেলেন না দিলীপ ঘোষ। শনিবার রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী। প্রথমে মালদা এবং তারপর রবিবার যাবেন সিঙ্গুরে। বন্দে ভারত স্লিপার, অমৃত ভারত ট্রেনের উদ্বোধনের পাশাপাশি প্রাক নির্বাচনী জনসভাও করবেন তিনি। তবে দু'টির একটি সভাতেই ডাক পেলেন না নতুন করে দলে সক্রিয় হয়ে ওঠা দিলীপ ঘোষ।
কী বলছেন দিলীপ?
মোদীর সভায় ডাক না পাওয়া প্রসঙ্গে এদিন নিউটাউনে প্রাতঃভ্রমণের সময়ে দিলীপ ঘোষ বলেন, 'সব নেতারা সব জায়গায় যান না। সেটা পার্টিই ঠিক করে দেয়, কোন নেতা কোন প্রোগ্রামে থাকবেন। যাকে যেখানে যেতে বলা হয়, সে সেখানেই যান।'
এরপরই দিলীপের সংযোজন, 'মাননীয় প্রধানমন্ত্রী আসছেন। উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধনের পাশাপাশি পশ্চিমবঙ্গের মানুষকে মেসেজ দেওয়ার জন্য উনি আসছেন। সরকারি কাজের পাশাপাশি, মানুষের জন্যে BJP রয়েছে, সেই মেসেজ দিতেই উনি বাংলায় নানা সময়ে সভা করেন। এদিনের সভাও তেমনই একটি।' সিঙ্গুরে যাবেন কি না, সে প্রশ্নের উত্তরে দিলীপ বলেন, 'এখনও কিছু জানি না। দেখি, যাঁদের যাঁদের বলবে তাঁরা যাবে।'
সম্প্রতি অমিত শাহের সঙ্গে বৈঠক করেন দিলীপ ঘোষ। তারপর থেকেই 'অভিমানী' দিলীপ ফের দলে সক্রিয়। 'রাজনৈতিক শীতঘুম' ভাঙতে না ভাঙতেই তাঁর ঝাঁঝালো এবং সোজাসাপটা মন্তব্য সাড়া ফেলে দিয়েছিল। মুখে বলছেন তিনি দলের 'কর্মী' মাত্র। তবে তাঁর একের পর এক মন্তব্যে বুঝিয়ে দিচ্ছেন, দলের জন্য আজও তিনি 'অ্যাসেট'। ফলত দিলীপ অনুগামীরাও আশা করেছিলেন, এবার প্রধানমন্ত্রীর সভায় তিনিও থাকবেন মঞ্চে। কিন্তু ফের ডাক পেলেন না তিনি। হতাশ অনুগামীরাও।