দিলীপ ঘোষ ফের স্বমহিমায় দেখা গিয়েছে দিলীপ ঘোষকে। অমিত শাহের সঙ্গে একান্ত বৈঠকের পর নতুন করে সক্রিয় হয়েছেন BJP-র প্রাক্তন রাজ্য সভাপতি। বৃহস্পতিবারই তিনি বৈঠক করে বর্তমান রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে। এরপর একটি সাংবাদিক বৈঠকও করেন। তিনিও জানান, দিলীপ ঘোষকে এবার থেকে সর্বত্রই পাওয়া যাবে। যেমন বলা তেমন কাজ। শুক্রবার সকালেই দিলীপ ঘোষ জানালেন, তিনি কাজ শুরু করে দিয়েছেন।
মর্নিং ওয়াকের অভ্যাস বদল করেননি এই দাপুটে রাজনীতিবিদ। এদিনও ইকো পার্কে চিরাচরিত পথে হাঁটার সময়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন দিলীপ ঘোষ। সেই পুরনো ফর্মে পাওয়া গেল তাঁকে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বললেন, 'সংগঠন চালানো আমার কাজ নয়। আমি সাধারণ কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখতাম। আজ দল আমাকে ডেকে কাজ করতে বলেছে। আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যাঁর নির্দেশে বাংলায় BJP-র সংগঠন গড়ে উঠএছে, তিনি নিজে এখানে এসে আমাকে কাজ করতে বলেছেন। তাই আমি কাজ শুরু করে দিয়েছি।' সেক্ষেত্রে এবার BJP-তে কোন ভূমিকায় দেখা যেতে পারে তাঁকে? এ প্রশ্নের উত্তরে দিলীপ বলেন, 'দল আমাকে যে দায়িত্বই দিক না কেন আমি তা পালন করব।'
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েও মন্তব্য করেছেন এদিন দিলীপ ঘোষ। তাঁর কথায়, 'BJP ED-CBI নিয়ে ভাবে না। আসলে উনি ভয় পেয়ে গিয়েছেন। বাংলার মানুষ পরিবর্তনের জন্য মনস্থির করে ফেলেছেন।'
অমিত শাহের বৈঠকে তাঁকে ডাকার পর থেকেই বঙ্গ বিধানসভা নির্বাচনে যে দিলীপ ঘোষ আবার সক্রিয় ভূমিকা পালন করতে চলেছেন, তা কার্যত স্পষ্ট হয়ে যায়। BJP-র রাজ্য সভাপতি বুধবার বলেন, 'নির্বাচনের আগে দিলীপ ঘোষকে সর্বত্রই দেখা যাবে।' উল্লেখ্য, গত প্রায় ৮ মাসেরও বেশি সময় ধরে দিলীপ ঘোষকে BJP-র কোনও বড় কর্মসূচি বা দলীয় অনুষ্ঠানে ডাকা হচ্ছিল না। সেই প্রেক্ষাপটে শমীক ভট্টাচার্যের এই মন্তব্য রাজনৈতিক ভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।