শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ নির্দিষ্ট একজনের উপর ভিত্তি করে দল জিততে পারে না। এমনটাই মনে করছেন দিলীপ ঘোষ। 'রাজনৈতিক শীতঘুম' ভাঙতে না ভাঙতেই তাঁর ঝাঁঝালো এবং সোজাসাপটা মন্তব্য সাড়া ফেলে দিচ্ছে। মুখে বলছেন তিনি দলের 'কর্মী' মাত্র। তবে তাঁর একের পর এক মন্তব্যে বুঝিয়ে দিচ্ছেন, দলের জন্য আজও তিনি 'অ্যাসেট'।
শুক্রবার ইকো পার্কে মর্নিং ওয়াকের সময়ে চেনা ছন্দে দেখা গেল দিলীপ ঘোষকে। সাংবাদিকরা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে প্রশ্ন করতেই বললেন, 'কোনও দল একজন ব্যক্তির উপর নির্ভর করে চলতে পারে না।'
দলে এখনও 'পদহীন' নেতা হলেও তাঁর দাপট যে ভোটে কিছু কম হবে না, তা ঠারেঠোরে বুঝিয়ে দিচ্ছেন। প্রতিটা জবাবে ছক্কা হাঁকাচ্ছেন তিনি। সংবাদমাধ্যমের প্রশ্ন ছিল, 'তবে কি এবার দলের শীর্ষ নেতারা অনুভব করছেন, একক ভাবে শুভেন্দু অধিকারীকে দিয়ে বাজিমাত করা সম্ভব নয়?' স্বভাবসিদ্ধ ভঙ্গিতে দিলীপ বলেন, 'কোনও পার্টি একজন ব্যক্তির উপর চলতে পারে না। বাকিরাও আছেন। কিছু মানুষ থাকেন, যাঁদের অভিজ্ঞতা বেশি, পরিচিতি বেশি। তাঁদের গুরুত্ব দিতেই হবে। একজন বা দু'জন পশ্চিমবঙ্গের মতো এতবড় রাজ্য জিতিয়ে দেবেন, তা সম্ভব নয়।’ শুভেন্দু নিয়ে প্রশ্নের উত্তরে দিলীপের এই জবাব তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
মর্নিং ওয়াকের অভ্যাস বদল করেননি এই দাপুটে রাজনীতিবিদ। এদিনও ইকো পার্কে চিরাচরিত পথে হাঁটার সময়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন দিলীপ ঘোষ। সেই পুরনো ফর্মে পাওয়া গেল তাঁকে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বললেন, 'সংগঠন চালানো আমার কাজ নয়। আমি সাধারণ কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখতাম। আজ দল আমাকে ডেকে কাজ করতে বলেছে। আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যাঁর নির্দেশে বাংলায় BJP-র সংগঠন গড়ে উঠএছে, তিনি নিজে এখানে এসে আমাকে কাজ করতে বলেছেন। তাই আমি কাজ শুরু করে দিয়েছি।' সেক্ষেত্রে এবার BJP-তে কোন ভূমিকায় দেখা যেতে পারে তাঁকে? এ প্রশ্নের উত্তরে দিলীপ বলেন, 'দল আমাকে যে দায়িত্বই দিক না কেন আমি তা পালন করব।'