Supreme Court-TMC : 'SIR-এ যোগ্য ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে', কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে তৃণমূল

রাজ্যের শাসকদলের অভিযোগ, SIR প্রক্রিয়ার প্রযুক্তিগত ব্যবস্থা ত্রুটিমুক্ত নয়। এর ফলে পুরো প্রক্রিয়া ব্যাহত হয়েছে। যোগ্য ভোটারদের গণহারে বাদ দেওয়া হচ্ছে। বয়স্ক নাগরিকদের হয়রানির শিকার হতে হচ্ছে। 

Advertisement
'SIR-এ যোগ্য ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে', কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে তৃণমূল সুপ্রিম কোর্টে তৃণমূল
হাইলাইটস
  • SIR নিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল
  • কী আবেদন করল রাজ্যের শাসকদল?

SIR নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস। রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন শীর্ষ আদালতে আবেদন করেন। নির্বাচন কমিশনের কারণে SIR প্রক্রিয়া ব্যাহত হচ্ছে পশ্চিমবঙ্গে। জীবিত ব্যক্তিদের মৃত বলে দেখানো হচ্ছে। এই অভিযোগও করা হয়েছে। সোমবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, প্রয়োজনে তিনি নিজে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন। তাঁর এই ঘোষণার পরই আজ মঙ্গলবার আবেদন করলেন ডেরেক। 

রাজ্যের শাসকদলের অভিযোগ, SIR প্রক্রিয়ার প্রযুক্তিগত ব্যবস্থা ত্রুটিমুক্ত নয়। এর ফলে পুরো প্রক্রিয়া ব্যাহত হয়েছে। যোগ্য ভোটারদের গণহারে বাদ দেওয়া হচ্ছে। বয়স্ক নাগরিকদের হয়রানির শিকার হতে হচ্ছে। 

১০১ পাতার আবেদনে তৃণমূলের দাবি, নির্বাচন কমিশন হোয়াটসঅ্যাপের মাধ্যমে BLO-দের নির্দেশ দিচ্ছে। যা অবৈধ। এই প্রক্রিয়া বন্ধ হওয়া উচিত। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত অভিযোগ জানানোর যে দিন নির্ধারিত হয়ে আছে, তার মেয়াদ বাড়ানো উচিত। রাজ্যের ৫৮ লক্ষ ভোটারের নাম নির্বাচনী তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR-এর নামে অবৈধভাবে বাদ দেওয়া হয়েছে। 

গোটা প্রক্রিয়া আরও সময় সময় নিয়ে সম্পন্ন করা উচিত ছিল এই দাবি করে তৃণমূলের আবেদন, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের যেন না করা হয়। 

এদিকে আজই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, 'SIR নিয়ে ভুলভাল কাজ করছে কমিশন। জীবিতদের মৃত দেখানো হচ্ছে। বয়স্কদের নাকে নল পরিয়ে নিয়ে যাচ্ছে। যে সব অ্যাপ করেছে, তা বিজেপির আইটি সেলকে দিয়ে। সেগুলি অবৈধ, অসাংবিধানিক, অগণতান্ত্রিক। এ ভাবে চলতে পারে না।' 

এর আগে তিনি দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকেও চিঠি লিখেছিলেন। 'ভোটারদের নির্দিষ্ট কারণ না-জানিয়েই শুনানিতে ডাকা হচ্ছে। এতেভোটারদের মনে ভয় তৈরি হচ্ছে এবং তাঁরা হেনস্থার শিকার হচ্ছেন।  শুনানির সময় কোন কোন নথি লাগবে, তা ভোটারদের জানানো হচ্ছে না। আবার নথি জমা পড়ার কোনও প্রমাণপত্রও শুনানিতে ডাক পাওয়া ভোটারদের দিচ্ছে না কমিশন।' অভিযোগ করেছিলেন তিনি। 

Advertisement

POST A COMMENT
Advertisement