Modi Rally Singur: সিঙ্গুরে মোদীর সভাস্থল ঘিরে বিতর্ক, BDO-কে লিখিত অভিযোগ কৃষকদের, কেন?

জানা গিয়েছে, প্রায় ২৬ জন কৃষক সরাসরি অভিযোগ করেছেন, তাঁদের জমি জোর করে দখল করা হয়েছে। কৃষকদের বক্তব্য, বহু বছর আগে টাটা প্রকল্প নিয়ে জমি বিতর্ক হয়েছিল, এত বছর পরেও সেই একই জমি নিয়ে আবার সমস্যা তৈরি হওয়ায় তাঁরা ক্ষুব্ধ।

Advertisement
সিঙ্গুরে মোদীর সভাস্থল ঘিরে বিতর্ক, BDO-কে লিখিত অভিযোগ কৃষকদের, কেন?সিঙ্গুরে মোদীর সভাস্থল
হাইলাইটস
  • লিখিতভাবে বিডিও-র কাছে অভিযোগ
  • বহু বছর আগে টাটা প্রকল্প নিয়ে জমি বিতর্ক হয়েছিল
  • পরপর দুই দিন পশ্চিমবঙ্গে জনসভা করবেন প্রধানমন্ত্রী

সিঙ্গুরে মোদীর সভাস্থলের জমি ঘিরেও বিতর্ক। ২৬ জন কৃষকের দাবি, তাঁরা জমিটির মালিক। প্রধানমন্ত্রীর সভা হচ্ছে তাঁদেরই জমিতে। অথচ তাঁদের থেকে কোনও অনুমতিই নেওয়া হয়নি। নরেন্দ্র মোদী ১৮ জানুয়ারি সিঙ্গুরে সভা করবেন। 

লিখিতভাবে বিডিও-র কাছে অভিযোগ

টাটা ন্যানো প্রকল্পের জমিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা ঘিরে ফের বিতর্ক। আগামী ১৮ জানুয়ারি সিঙ্গুরের টাটার কারখানার মাঠে প্রধানমন্ত্রী মোদীর সভা হওয়ার কথা থাকলেও স্থানীয় কৃষকদের একাংশ অভিযোগ তুলেছেন, তাঁদের অনুমতি ছাড়াই জোর করে জমি ব্যবহার করা হচ্ছে। সিঙ্গুরের সিংহের ভেড়ি ও গোপালনগর মৌজার জমি মালিকদের একাংশ লিখিতভাবে বিডিও-র কাছে অভিযোগ জানিয়েছেন। অভিযোগপত্রে জমির দাগ, খতিয়ান সহ বিস্তারিত বিবরণ দিয়ে বলা হয়েছে, আগামী প্রধানমন্ত্রীর সভার জন্য তাঁদের জমি ব্যবহার করা হচ্ছে। কিন্তু জমির মালিক হিসেবে তাঁদের কাছ থেকে কোনও মৌখিক বা লিখিত সম্মতি নেওয়া হয়নি। বিষয়টি নিয়ে তাঁরা তীব্র আপত্তি জানিয়েছেন এবং প্রশাসনের কাছে প্রয়োজনীয় পদক্ষেপের দাবি তুলেছেন।

বহু বছর আগে টাটা প্রকল্প নিয়ে জমি বিতর্ক হয়েছিল

জানা গিয়েছে, প্রায় ২৬ জন কৃষক সরাসরি অভিযোগ করেছেন, তাঁদের জমি জোর করে দখল করা হয়েছে। কৃষকদের বক্তব্য, বহু বছর আগে টাটা প্রকল্প নিয়ে জমি বিতর্ক হয়েছিল, এত বছর পরেও সেই একই জমি নিয়ে আবার সমস্যা তৈরি হওয়ায় তাঁরা ক্ষুব্ধ। এই প্রসঙ্গে রাজ্যের শাসকদলের মন্ত্রী বেচারাম মান্না বলেন, 'মোদী যে জনসভা করতে যাচ্ছেন, তার জন্য যেভাবে কৃষকদের জমি নেওয়া হচ্ছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কৃষকদের অনুমতি না নিয়েই জমি ব্যবহার করা হয়েছে। এটা প্রধানমন্ত্রীর দম্ভের পরিচয়। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।'

পরপর দুই দিন পশ্চিমবঙ্গে জনসভা করবেন প্রধানমন্ত্রী

চলতি সপ্তাহে পরপর দুই দিন পশ্চিমবঙ্গে জনসভা করবেন প্রধানমন্ত্রী। ১৭ জানুয়ারি তিনি উত্তরবঙ্গের মালদায় সভা করবেন এবং ১৮ জানুয়ারি দক্ষিণবঙ্গের সিঙ্গুরে জনসভা করার কথা রয়েছে। ২০০৮ সালের অক্টোবরে সিঙ্গুরে টাটা ন্যানো প্রকল্প ঘিরে তীব্র আন্দোলন শুরু হয়। তৎকালীন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জমি রক্ষা আন্দোলনের জেরে টাটা গোষ্ঠীর কর্ণধার রতন টাটা সিঙ্গুর থেকে প্রকল্প সরিয়ে গুজরাতের সানন্দে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। সে সময় গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী। তখন রতন টাটা ‘গুড এম’ ও ‘ব্যাড এম’ বিতর্কে মোদী ও মমতাকে তুলনা করেছিলেন।

Advertisement

সাড়ে ১৭ বছর পর সেই সিঙ্গুর, সেই ‘টাটার মাঠ’ আবার মোদীর জনসভাকে কেন্দ্র করে চর্চার কেন্দ্রে। ইতিমধ্যেই সভাস্থলে প্রধানমন্ত্রীর জন্য বিশেষ ‘হ্যাঙ্গার’ কাঠামো তৈরি করা হয়েছে। ইস্পাতের স্তম্ভ ও ছাউনিতে তৈরি এই কাঠামোর আদল অনেকটা পুরনো কারখানার ছাউনির মতো।

POST A COMMENT
Advertisement