দীর্ঘ টালবাহানার পর অভিষেকের কপ্টারকে অনুমতি DGCA-রগত ২ জানুয়ারি থেকে রাজ্যের প্রান্তে প্রান্তে সভা শুরু করে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মাসভর ঘুরবেন রাজ্য জুড়ে, এমনটাই কর্মসূচি রয়েছে ডায়মন্ড হারবারের সাংসদের। ৬ জানুয়ারি তাঁর সভা করার কথা বীরভূমের রামপুরহাটে। তারপরেই দেখা করার কথা সোনালি বিবি এবং তাঁর নবজাতকের সঙ্গে। সেইমতো রামপুরহাটে মাঠের সভাস্থলে হাজির কর্মী-সমর্থকেরা। প্রস্তুত ছিল জেলা পুলিশ ও প্রশাসন। কিন্তু, প্রথম প্রয়োজনীয় অনুমতি না মেলায় বীরভূমের রামপুরহাটের উদ্দেশে উড়তে দেরি হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারের। তৃণমূল কংগ্রেস প্রথমে দাবি করে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার ওড়ার অনুমতি দেয়নি ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (DGCA)। প্রশাসনিক জটিলতার কারণেই এই বাধা, এমনটাই জানা যায় তৃণমূল সূত্রে। তবে এই ঘটনাকে নিছক প্রযুক্তিগত ত্রুটি মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব। বরং ঘটনার পিছনে বিজেপির ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ তৃণমূলের।
এদিন বীরভূমে 'রণ সংকল্প সভা' কর্মসূচি ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। রামপুরহাটের বিনোদপুর মাঠে সভা করবেন বলে ঠিক ছিল। বেলা সওয়া ১২টা নাগাদ তারাপীঠের চিলার মাঠে নামার কথা ছিল তাঁর হেলিকপ্টারের। তারাপীঠের মন্দিরে পুজো দিয়ে অভিষেক সভাস্থলে পৌঁছবেন বলে ঠিক ছিল সকাল পর্যন্তও। কিন্তু দুপুর ২টোর সময়ও অভিষেকের হেলিকপ্টার উড়তে পারেনি। দীর্ঘক্ষণ ধরে বেহালা ফ্লাইং ক্লাবে অপেক্ষা করতে দেখা যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। তবে অনুমতি না মিললে প্রয়োজনে সড়কপথে রামপুরহাটে পৌঁছবেন বলে জানিয়েছেন তৃণমূল সাংসদ। অভিষেক বলেন, 'রামপুরহাটে যাব। সোনালি বিবির সঙ্গে দেখাও করব।' যদিও পরে অভিষেকের কপ্টারকে ওড়ার অনুমতি দেয় DGCA। এরপরেই বীরভূমে সভা করার জন্য উড়ে যান তিনি।
বেহালা ফ্লাইং ক্লাবে অপেক্ষা করার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় সাফ জানান, চপারের অনুমতি না মিললেও তিনি রামপুরহাট যাবেনই। সাংসদ বলেন, 'প্রয়োজনে সড়কপথেই রামপুরহাট যাব। সভার পাশাপাশি হাসপাতালে গিয়ে সোনালি বিবির সঙ্গে দেখাও করব।' গোটা ঘটনার নেপথ্যে চক্রান্ত বলেই দাবি তৃণমূলের। তাঁদের কথায়, 'অভিষেককে ভয় পেয়েছে। তাই সভা ভণ্ড করতেই কোনও কারণ না দেখিয়েই চপার ওড়ার অনুমতি দেয়নি DGCA।' অবশেষে দীর্ঘ সময় কাটিয়ে হেলিকপ্টার ওড়ার অনুমতি দেয় DGCA, চূড়ান্ত টানাপোড়েনের পর রামপুরহাটের উদ্দেশ্যে রওনা দেন অভিষেক।