Mithun Chakraborty: 'লক্ষ্মীর ভাণ্ডার খারাপ নয়, অবশ্যই নিন,' হঠাৎ কেন এমন বললেন মিঠুন?

বাংলায় ভোটের প্রচারে এসে মিঠুন চক্রবর্তীর মুখে লক্ষ্মীর ভাণ্ডারের ভূয়সী প্রশংসা। কোচবিহারের জনসভা থেকে বাংলার সকল মানুষকে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্প গ্রহণ করার আবেদন জানান এই তারকা BJP নেতা।

Advertisement
'লক্ষ্মীর ভাণ্ডার খারাপ নয়, অবশ্যই নিন,' হঠাৎ কেন এমন বললেন মিঠুন? মিঠুন চক্রবর্তী
হাইলাইটস
  • মিঠুন চক্রবর্তীর মুখে লক্ষ্মীর ভাণ্ডারের ভূয়সী প্রশংসা
  • বাংলার সকল মানুষকে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্প গ্রহণ করার আবেদন
  • আচমকা মিঠুন চক্রবর্তীর হলটা কী?

আচমকাই মিঠুন চক্রবর্তীর মুখে লক্ষ্মীর ভাণ্ডারের ভূয়সী প্রশংসা। শুধু তাই না, রাজ্য সরকারের এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্যও সকলকে আহ্বান জানান মিঠুন। BJP এই তারকা নেতার হঠাৎ হলটা কী?

শুক্রবার কোচবিহারে নির্বাচনী জনসভা করতে গিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। সেখানে মঞ্চ থেকে আচমকাই মিঠুন চক্রবর্তীকে বলতে শোনা গেল, 'লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এমন কিছু খারাপ নয়। মানুষের উচিত এই প্রকল্পের সুবিধা গ্রহণ করা।' তারপরই অভিনেতা বলেন, 'এটাই তো মানুষের নিজেদেরই টাকা।'

যদিও কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি থেকে বাংলার মানুষ বঞ্চিত হচ্ছে বলে সরব হন মিঠুন। তিনি বলেন, 'গোটা দেশের মানুষ কেন্দ্রের আয়ুষ্মান ভারতের সুবিধা পাচ্ছেন। তবে এ রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা কাউকে গ্রহণ করতে দিচ্ছেন না। বাতিল করে রাখা হয়েছে এই প্রকল্প। আসলে তাঁর ধারনা এই প্রকল্প বাংলায় চালু হলে সাধারণ মানুষের মধ্যে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা বেড়ে যাবে। বাংলায় না আছে চাকর, না আছে শিল্প। না আছে উন্নয়ন। শুধু আছে দুর্নীতি। 

এরপরই মিঠুনের প্রশ্ন, 'আপনারা কাশ্মীর ফাইলস দেখেছেন? দেখেছেন কীভাবে কাশ্মীরি পণ্ডিতদের বের করে দেওয়া হয়েছিল? বাংলাতেও তেমনই পরিস্থিতি তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে।' তাঁর সংযোজন, 'এখানেও বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি করার চেষ্টা চলছে। দীপু দাসের খুনের ঘটনায় এপার বাংলার মানুষ প্রতিবাদ জানিয়েছিল লে পুলিশ আন্দোলনকারীদের হেনস্থা করেছে। ১৮ জনকে গ্রেফতার করেছে। এই ধরনের ঘটনা ঘটলে কি আমাদের আন্দোলন করারও ন্যূনতম অধিকার নেই? বাংলাদেশে ঘটা একটি ঘটনার জন্য পশ্চিমবঙ্গে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে।'

 

POST A COMMENT
Advertisement