PM Modi on Bengal: ছাব্বিশে বাংলায় নজর BJP-র, 'নবীন'-বরণেও বুঝিয়ে দিলেন মোদী, কী বললেন?

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মঙ্গলবার ভারতীয় জনতা পার্টি (BJP) নতুন সভাপতি পেয়েছে। পাঁচবারের বিধায়ক নিতিন নবীনকে আনুষ্ঠানিকভাবে দলের নতুন সভাপতি হিসেবে ঘোষণা করা হয়েছে। গতকাল তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির জাতীয় সভাপতি নির্বাচিত হন। নিতিন হলেন এই পদে বসা দলের সবচেয়ে কম বয়সী নেতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নবীনকে দলের সভাপতি নির্বাচিত হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন।

Advertisement
ছাব্বিশে বাংলায় নজর BJP-র, 'নবীন'-বরণেও বুঝিয়ে দিলেন মোদী, কী বললেন?নিতিনের অভিষেক মঞ্চেও বাংলায় ফোকাস মোদীর

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মঙ্গলবার ভারতীয় জনতা পার্টি (BJP) নতুন সভাপতি পেয়েছে। পাঁচবারের বিধায়ক নিতিন নবীনকে আনুষ্ঠানিকভাবে দলের নতুন সভাপতি হিসেবে ঘোষণা করা হয়েছে। গতকাল তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির জাতীয় সভাপতি নির্বাচিত হন। নিতিন হলেন এই পদে বসা দলের সবচেয়ে কম বয়সী নেতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নবীনকে দলের সভাপতি নির্বাচিত হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন।

নিতিন নবীন জেপি নাড্ডার স্থলাভিষিক্ত হন, যিনি ২০২০ সাল থেকে সভাপতি পদে ছিলেন। বিহারের পাঁচবারের বিধায়ক নীতিন নবীন দলের সভাপতি পদের একমাত্র প্রার্থী ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্যান্য সিনিয়র বিজেপি নেতারা তার সমর্থনে  মনোনয়নপত্র জমা দেন। তিনি বিজেপির ১২তম জাতীয় সভাপতি হন।

দলীয় সভাপতি হওয়ার জন্য নবীনকে অভিনন্দন: প্রধানমন্ত্রী মোদী
নতুন বিজেপি সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য নিতিন নবীনকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, 'বিশ্বের বৃহত্তম দলের জাতীয় সভাপতি নির্বাচিত হওয়ায় আমি নিতিন নবীনকে আন্তরিক অভিনন্দন এবং শুভকামনা জানাচ্ছি। গত বেশ কয়েক মাস ধরে, দলের ক্ষুদ্রতম ইউনিট থেকে শুরু করে জাতীয় সভাপতি পর্যন্ত সাংগঠনিক প্রক্রিয়া বিজেপির সংবিধানের চেতনা অনুযায়ী গণতান্ত্রিক পদ্ধতিতে চলমান ছিল। আজ, এটি আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়েছে।' তিনি আরও বলেন, 'এখন নবীন আমার বস আর আমি তার কর্মী।'

'নিতিন নবীনজি আমার বস' মঞ্চ থেকে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী মোদী
দলীয় নেতাদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, 'নিতিন নবীন আমার বস, এবং আমি তাঁর কর্মী। এখন, নিতিন নবীন আমাদের সকলের সভাপতি, এবং তার দায়িত্ব কেবল বিজেপি-কে পরিচালনা করা নয়, সমস্ত এনডিএ মিত্রদের সঙ্গে সমন্বয় সাধন করাও।'

'আমি বিজেপি কর্মী হতে পেরে গর্বিত' বললেন প্রধানমন্ত্রী মোদী
প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন, মানুষ হয়তো ভাববে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী,তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন,  ৫০ বছরের কম বয়সে মুখ্যমন্ত্রী হয়েছেন ।  টানা ২৫ বছর ধরে সরকার প্রধান। তবে আমার জীবনের সবচেয়ে বড় বিষয় হলো আমি একজন বিজেপি কর্মী। এটাই আমার সবচেয়ে বড় গর্ব। প্রধানমন্ত্রী বলেন, নিতিন নিজেও মিলেনিয়াল প্রজন্ম, এমন একটি প্রজন্ম যারা ভারতে বিরাট পরিবর্তন দেখেছে। তিনি এমন এক যুগ থেকে এসেছেন যেখানে তার শৈশব কেটেছে রেডিওতে সংবাদ শুনে এবং এখন তিনি এআই ব্যবহারে পারদর্শী। নিতিনের মধ্যে তারুণ্যের শক্তি এবং অপরিসীম অভিজ্ঞতা উভয়ই রয়েছে। জনসংঘের ৭৫তম বার্ষিকীতে, আমি সকল দলীয় কর্মীদের নিষ্ঠাকে সালাম জানাই।

Advertisement

মোদীর মুখে পশ্চিমবঙ্গের কথা
বক্তব্য রাখতে গিয়ে মোদী বলেন আজ দেশের প্রতিটি কোণায় মানুষ বিজেপির সঙ্গে যুক্ত হতে চাইছে। সেই প্রসঙ্গেই প্রধানমন্ত্রী দাবি করেন, পশ্চিমবঙ্গে বিজেপি মানুষের আওয়াজ হয়ে উঠেছে। মোদী আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, আগামী বিধানসভা নির্বাচনে কেরলে মানুষ বিজেপিকে সুযোগ দেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে জনগণের সেবা করা আমাদের কাছে সর্বদাই সর্বাগ্রে। বিজেপির প্রতি জনগণের আস্থা ক্রমশ শক্তিশালী হয়েছে। যদি আমরা গত ১১ বছরের কথা বিবেচনা করি, তাহলে জনসাধারণের আস্থা অর্জনের ক্ষেত্রে বিজেপির যাত্রা অসাধারণ। গত ১১ বছরে, বিজেপি প্রথমবারের মতো হরিয়ানা, অসম, ত্রিপুরা এবং ওড়িশায় নিজস্ব শক্তিতে সরকার গঠন করেছে। পশ্চিমবঙ্গ এবং তেলেঙ্গানায়, বিজেপি জনগণের একটি শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে আবির্ভূত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বিজেপি একসময় ভিন্ন ধরণের দল হিসেবে যাত্রা শুরু করেছিল। আজ, বিজেপিও সুশাসনের দল। 
 

POST A COMMENT
Advertisement