'ব্যথা লাগলে আমার কষ্ট হবে,' মালদায় BJP কর্মীদের ব্যারিকেড থেকে নামার অনুরোধ মোদীর

মালদায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাস্থলে প্রচুর মানুষের ভিড় হয়েছিল। সেখানে অনেকেই ভিড়ের চাপে তাঁকে দেখতে না পেয়ে ব্যারিকেডের মাথায় উঠে পড়েন। তাঁদের হাত জোড় করে নেমে আসার অনুরোধ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, 'আপনাদের জীবন আমার কাছে অনেক বেশি মূল্যবান।'

Advertisement
'ব্যথা লাগলে আমার কষ্ট হবে,' মালদায় BJP কর্মীদের ব্যারিকেড থেকে নামার অনুরোধ মোদীরমালদার সভায় মোদী
হাইলাইটস
  • নরেন্দ্র মোদীর সভাস্থলে প্রচুর মানুষের ভিড়
  • অনেকেই ভিড়ের চাপে তাঁকে দেখতে না পেয়ে ব্যারিকেডের মাথায় উঠে পড়েন
  • মোদী বলেন, 'আপনাদের জীবন আমার কাছে অনেক বেশি মূল্যবান'

'দয়া করে আপনারা নীচে নেমে যান। আপনাদের ব্য়াথা লাগলে আমার কষ্ট হবে। তাড়াতাড়ি নেমে আসুন।' সভার ব্যারিকেড থেকে নেমে আসার জন্য সমর্থকদের অনুরোধ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের জনগণের প্রতি প্রধানমন্ত্রী কতটা মানবিক সেই পরিচয়ই দিলেন তিনি। সভায় যাতে কারও কোনও বিপদ না হয় সেদিকেও সজাগ দৃষ্টি রাখলেন।

দুই দিনের সফরে বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী এই সফরে একাধিক ট্রেনের উদ্বোধন করেন। শনিবার মালদায় বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করেন। তারপরই তিনি সেখান থেকে সোজা সভাস্থলে পৌঁছে যান। 

আর দেশের প্রধানমন্ত্রীকে একবার চোখের দেখা দেখতে সভাস্থলে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার মানুষ। মোদীকে দেখতে কেউ কেউ ব্যারিকেডের উপরে জীবনের ঝুঁকি নিয়ে উঠে পড়েন। সভায় বক্তব্য রাখতে উঠে প্রধানমন্ত্রী মোদী বলেন, 'দয়া করে আপনারা নীচে নেমে যান। কারও চোট লাগলে আমার কষ্ট হবে। আমাকে দেখতে না পেলেও আমার কথা শুনতে পারবেন। হৃদস্পন্দন শুনতে পারবেন। আমার কাছে আপনাদের জীবন অনেক মূল্যবান। দয়া করে নীচে আসুন। তাড়াতাড়ি নামুন, পড়ে যাবেন।'

এরপরই তিনি বলেন, 'দেশ আজ বিকশিত ভারত হওয়ার লক্ষ্যে। পূর্ব ভারতের বিকাশ খুব জরুরি। হিংসার রাজনীতি যারা করে, তারা বিকাশ আটকে রেখেছিল। BJP এই রাজ্যগুলিকে হিংসার রাজনীতি করা লোকজনের থেকে মুক্ত করেছে। পূর্ব ভারতের রাজ্যগুলির বিশ্বাস যদি কারও সঙ্গে থাকে, তা হলে তা হল BJP। ওড়িশায় BJP সরকার করেছে। ত্রিপুরা, অসম ভরসা রেখেছে BJP-তে। কিছু দিন আগে বিহার আরও একবার BJP-NDA সরকার গড়েছে। বাংলার চার দিকে BJP-র সুশাসনের সরকার রয়েছে। এখন বাংলায় সুশাসনের সময় এসেছে। তাই আমি বিহারে জয়ের পর বলেছিলাম, মা গঙ্গার আশীর্বাদে বাংলায় বিকাশের গঙ্গা বইবে।'

 

POST A COMMENT
Advertisement