বাংলার পালাবদলের আঁতুড়ঘর, সিঙ্গুর থেকে আজ কী কী বার্তা দিতে পারেন মোদী?

শনিবার মালদার সভা থেকেই রাজ্য থেকে তৃণমূলকে সরিয়ে ফেলতে হবে বলে ডাক দিয়েছিলেন নরেন্দ্র মোদী। এবার রবিবার ফের সিঙ্গুরে সভা করবেন প্রধানমন্ত্রী। বাংলার পালাবদলের আঁতুড়ঘর- সিঙ্গুর থেকে আরও কড়া মেজাজে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শানাতে পারেন নমো।

Advertisement
বাংলার পালাবদলের আঁতুড়ঘর, সিঙ্গুর থেকে আজ কী কী বার্তা দিতে পারেন মোদী?সিঙ্গুর থেকে আজ কী কী বার্তা দিতে পারেন মোদী?
হাইলাইটস
  • রবিবার সিঙ্গুরে সভা করবেন প্রধানমন্ত্রী।
  • সিঙ্গুর থেকে আরও কড়া মেজাজে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শানাতে পারেন নমো।
  • ফের একবার গোটা রাজ্যবাসীর নজর রয়েছে সিঙ্গুরের দিকে।

শনিবার মালদার সভা থেকেই রাজ্য থেকে তৃণমূলকে সরিয়ে ফেলতে হবে বলে ডাক দিয়েছিলেন নরেন্দ্র মোদী। এবার রবিবার ফের সিঙ্গুরে সভা করবেন প্রধানমন্ত্রী। বাংলার পালাবদলের আঁতুড়ঘর- সিঙ্গুর থেকে আরও কড়া মেজাজে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শানাতে পারেন নমো। নির্বাচনের প্রাক্কালে সিঙ্গুরে মোদীর এই জনসভা ঘিরে তৈরি হয়েছে দারুণ উন্মাদনা। আজ, রবিবার ফের একবার গোটা রাজ্যবাসীর নজর রয়েছে সিঙ্গুরের দিকে।

কখন সভা করবেন মোদী?

সূত্রের খবর মোতাবেক, নরেন্দ্র মোদীর কর্মসূচির নির্ধারিত সময় সিঙ্গুর হেলিপ্যাডে ২ টো ৫০ মিনিটে। ৩ টে থেকে শুরু হয়ে ৩০ মিনিট চলবে সরকারি অনুষ্ঠান। এরপর ৩.৪৫ থেকে ৪.৩০ মিনিট পর্যন্ত চলবে জনসভা। তারপরই কলকাতার উদ্দেশে রওনা দেবেন মোদী।

কোথায় সভা হচ্ছে?

টাটাদের ফেলে যাওয়া জমিতেই আজ সভা করবেন প্রধানমন্ত্রী। সিংহরভেরি মৌজায় ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে টাটা গোষ্ঠীর পরিত্যক্ত ন্যানো কারখানার জমিকেই বাছা হয়েছে মোদীর সভার জন্য। নির্বাচনের আগে এই জায়গা বাছাইকেও অত্যন্ত সুচারু চাল হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সিঙ্গুর কেন গুরুত্বপূর্ণ?

বামজমানার শেষের দিকে সিঙ্গুর-CPIM-টাটা ও সর্বোপরি মমতা বন্দ্য়োপাধ্যায় বাংলার রাজনীতিতে এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল। এরপর ৩৪ বছরের বামজমানার অবসান ঘটিয়ে রাজ্যে ক্ষমতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার। কিন্তু সিঙ্গুরের বহু মানুষ দাবি করেন, তাঁরা বঞ্চিত। মমতা বন্দ্য়োপাধ্যায়ের আন্দোলনের জেরে সিঙ্গুর ছেড়েছিলেন টাটারা। আর তারপর আজ কেটে গিয়েছে প্রায় দু-দুটি যুগ। কিন্তু সিঙ্গুরে টাটাদের ফেলে যাওয়া জমি আজও পরিত্যক্ত। জমি ফিরে পেলেও কৃষকরা কিন্তু আর সেই জমিতে চাষ করতে পারেন না। মুষ্টিমেয় কিছু জায়গাকে বাদ দিলে, সিঙ্গুরের উর্বর জমি কিন্তু বন্ধ্যা হয়ে গিয়েছে। ফলে স্থানীয় স্তরে তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষোভ বর্তমান।

মোদী কী বার্তা দিতে পারেন?

সিঙ্গুর থেকে টাটারা চলে গিয়েছিল গুজরাতে। যা কিনা নরেন্দ্র মোদীর নিজের রাজ্য। ফলে সিঙ্গুরে এসে পুরনো সেই কথা তুলে আনতে পারেন নমো। দেশের শিল্পপতিদের এখানে শিল্প করার আহ্বান জানাবেন ? নাকি সিঙ্গুরের দগদগে স্মৃতিকে তৃণমূলের বিরুদ্ধে ভোটের হাতিয়ার করবেন এখন সেই দিকেই তাকিয়ে রয়েছে সিঙ্গুর তথা গোটা বাংলা। তবে রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, সিঙ্গুর থেকে শিল্প ও কৃষির জোড়া ফলায় মমতা বন্দ্য়োপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শানাতে পারেন নরেন্দ্র মোদী। 

Advertisement

অন্যদিকে ইতিমধ্যেই এই সভার জন্য প্রাণপাত করতে শুরু করেছেন বিজেপির নেতা কর্মীরা। বুধবার সভাস্থল পরিদর্শন করে গিয়েছেন সুকান্ত মজুমদার। বিজেপির তরফে বাইক নিয়ে মিছিলও হয়েছে। প্রধানমন্ত্রীর ছবি দেওয়া জামা পরে হাতে বিজেপির পতাকা নিয়ে মিছিলে সামিল হন বিজেপির কয়েক'শো নেতাকর্মী ৷ ন্যাশনাল এক্সপ্রেসওয়ের পাশেই এই জনসভা ঘিরে তৎপর রয়েছে প্রশাসনও। কড়া রয়েছে নিরাপত্তা ব্যবস্থাও।

 

POST A COMMENT
Advertisement