SIR: অসুস্থ জয় গোস্বামীকে হিয়ারিংয়ের নোটিশ, ক্ষুব্ধ পরিবার; শুনানিতে ডাক পেয়ে অবাক কান্তিও

অসুস্থ কবি জয় গোস্বামীকে SIR শুনানিতে হাজিরার নোটিশ পাঠানো হয়েছে। এই নিয়ে ক্ষোভ উগরে দিয়েছে তাঁর পরিবার। এদিকে, নোটিশ পেয়েছেন বাম জমানার ১০ বছরের মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়ও। তিনিও পাল্টা চিঠি দিয়েছেন কমিশনে।

Advertisement
অসুস্থ জয় গোস্বামীকে হিয়ারিংয়ের নোটিশ, ক্ষুব্ধ পরিবার; শুনানিতে ডাক পেয়ে অবাক কান্তিওজয় গোস্বামী, কান্তি গঙ্গোপাধ্যায়
হাইলাইটস
  • নোটিশ পেলেন জয় গোস্বামী
  • SIR হিয়ারিংয়ে ডাক নিয়ে ক্ষুব্ধ পরিবার
  • হিয়ারিংয়ের নোটিশ পেয়ে অবাক কান্তি

অশীতিপর বা নবতিপর বৃদ্ধ-বৃদ্ধা থেকে শুরু করে ক্যান্সারের রোগী কিংবা হুইলচেয়ারে থাকা ভোটার, SIR-এর শুনানিতে ডাক পরায় সেন্টার পর্যন্ত যাওয়ার ভোগান্তি পোয়ানোর অভিযোগ উঠছে সর্বত্রই। ভোগান্তির তালিকায় এবার নবতম সংযোজন কবি জয় গোস্বামী। অসুস্থ কবির SIR শুনানির খবর আসতে ক্ষোভ উগরে দিয়েছে তাঁর পরিবার। এদিকে, ১০ বছরের প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়ও পেলেন এই নোটিশ। অবাক তিনিও। 

জয় গোস্বামীকে হিয়ারিংয়ের নোটিশ 
জানা গিয়েছে, কবি জয় গোস্বামী এবং তাঁর পরিবার যথাসময়েই এনুমারেশন ফর্ম ফিলআপ করে জমা করেছিলেন। ২০০২ ভোটার লিস্টে এবং খসড়া তালিকাতেও নাম রয়েছে তাঁদের। তা সত্ত্বেও কবিকে শুনানিতে হাজিরা দেওয়ার নোটিশ পাঠানো হয়েছে। এই নিয়ে হেনস্থার অভিযোগ তুলে সরব হয়েছেন কবি কন্যা দেবত্রী গোস্বামী। অভিযোগ পেয়েই অবশ্য নড়েচড়ে বসেছে কমিশন। জানা গিয়েছে, ইতিমধ্যেই কমিশনের পক্ষ থেকে জয় গোস্বামীর পরিবারের সঙ্গে ফোনে কথা বলা হয়েছে। সবরকম সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়েছে। 

জয় গোস্বামীর জন্ম কলকাতার শিশুমঙ্গল হাসপাতালে। তাঁর বেড়ে ওঠা রানাঘাটে মামারবাড়িতে। ২০২৪ সালে লোকসভা নির্বাচনেও তিনি ভোট দিয়েছেন। এসবের পরেও কেন তাঁকে শুনানিতে ডাকা হল? প্রশ্ন পরিবারের। উল্লেখ্য, সবেমাত্র চোখের একটি অস্ত্রোপচার হয়েছে কবির। এই অবস্থায় শুনানিতে তাঁকে ডাকা মানে হেনস্তা করাই এমনটা বলে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন কন্যা দেবত্রী। 

কান্তি গঙ্গোপাধ্যায়কেও ডাক
 শুনানিতে ডাক পেলেন বাম জমানার ১০ বছরের মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়ও। আগামী ২ জানুয়ারি তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশ পেয়ে রীতিমতো বিস্মিত প্রাক্তন মন্ত্রী। ইতিমধ্যেই কমিশনকে পাল্টা চিঠিও দিয়েছেন কান্তি। 

চিঠিতে কান্তি গঙ্গোপাধ্যায় উল্লেখ করেছেন, কত বছর বিধায়ক ছিলেন এবং কত বছর মন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন। কাউন্সিলর ও বরো কমিটির চেয়ারম্যানও ছিলেন কান্তি। তবে তিনি জানিয়েছেন হিয়ারিংয়ে নির্ধারিত সময়েই হাজিরা দেবেন। 


 

TAGS:
POST A COMMENT
Advertisement