অসুস্থ অবস্থাতেই হিয়ারিংয়ে জয়নগরের বৃদ্ধ, SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগ পরিবারের

SIR-এর কারণে ফের রাজ্যে মৃত্যুর অভিযোগ। এবার মৃত্যুর খবর এসেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের গড়দেওয়ানি পঞ্চায়েত এলাকা থেকে। পরিবারের দাবি, SIR আতঙ্কেই মৃত্যু হয়েছে ৬৮ বছরের নাজিতুল মোল্লার।

Advertisement
অসুস্থ অবস্থাতেই হিয়ারিংয়ে জয়নগরের বৃদ্ধ, SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগ পরিবারেরSIR আতঙ্কে মৃত্যুর অভিযোগ পরিবারের
হাইলাইটস
  • SIR-এর কারণে ফের রাজ্যে মৃত্যুর অভিযোগ।
  • মৃত্যুর খবর এসেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের গড়দেওয়ানি পঞ্চায়েত এলাকা থেকে।
  • পরিবারের দাবি, SIR আতঙ্কেই মৃত্যু হয়েছে ৬৮ বছরের নাজিতুল মোল্লার।

SIR-এর কারণে ফের রাজ্যে মৃত্যুর অভিযোগ। এবার মৃত্যুর খবর এসেছে  দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের গড়দেওয়ানি পঞ্চায়েত এলাকা থেকে। পরিবারের দাবি, SIR আতঙ্কেই মৃত্যু হয়েছে ৬৮ বছরের নাজিতুল মোল্লার।

পরিবারের তরফে জানা গিয়েছে, ২০০২ সালের ভোটার লিস্টে নাম ছিল না এই বৃদ্ধের। বিষয়টি নিয়ে চিন্তা করতে করতে তিনি অসুস্থ হয়ে পড়েন।  ২০ ডিসেম্বর তাঁকে প্রথমে ডায়মন্ড হারবারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে নিয়ে যাওয়া হয় কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছিল তাঁর।

কিন্তু এরইমধ্যে নাজিতুলকে হেয়ারিংয়ের নোটিশ পাঠায় নির্বাচন কমিশন। বন্ডে সই করে তাঁকে হাসপাতাল থেকে বাড়ি আনেন পরিবারের সদস্যরা। অসুস্থ অবস্থাতেই নাকে অক্সিজেনের নল লাগিয়ে ৩১ ডিসেম্বর শুনানিতে হাজিরও হন তিনি। কিন্তু এত ধাক্কা নিতে পারেনি বৃদ্ধের শরীর। শুনানির পরে বাড়ি ফেরার পরই তার শারীরিক অবস্থা আরও গুরুতরভাবে খারাপ হতে থাকে। ২ জানুয়ারি তাঁকে পুনরায় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

ঘটনায় পরিবার অভিযোগ তুলেছে SIR প্রক্রিয়ার দিকেই। পরিবারের দাবি, "SIR নিয়ে শুরু থেকেই আতঙ্কে ছিলেন তিনি। সেই আতঙ্কেই তাঁর মৃত্যু হয়েছে।"  উল্লেখ্য, বিষয়টি নিয়ে রাজনৈতিক দোষারোপের পালাও চলছে। গোটা ঘটনার জন্য জয়নগরের তৃণমূল নেতারা BJP-কেই দোষ দিচ্ছেন। 

অন্যদিকে, সম্প্রতি রাজ্যে মৃত্যু হয়েছে এক BLO-রও। কোচবিহার ২ নম্বর ব্লকের ইছামারি এলাকায় মৃত্যু হয়েছে আশিস ধর নামে এক BLO-র। পরিবারের অভিযোগ, অভিযোগ কাজের চাপ সহ্য করতে না পেরেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর।

পরিবারের দাবি, ৩ জানুয়ারি আশিস ধরের নির্দিষ্ট বুথের হেয়ারিং ছিল। SIR নিয়ে খুব চিন্তায় ছিলেন তিনি। ২ জানুয়ারি রাত থেকেই থেকেই প্রচুর টেনশন করছিলেন বলে জানা গিয়েছে। এরপর তাঁর মৃত্যু হয়। 
 

 

POST A COMMENT
Advertisement