SIR-এ মতুয়াদের নাম কাটা গেলে কী হবে? বনগাঁয় শুভেন্দু যা বললেন...

SIR-এ নাম তোলা নিয়ে এখনও রীতিমতো চিন্তায় রয়েছে পশ্চিমবঙ্গের বিরাট অংশের মতুয়া সমাজ। কারণ তাঁদের মধ্যে অনেকের কাছেই  যথাযোগ্য ডকুমেন্টস নেই।

Advertisement
SIR-এ মতুয়াদের নাম কাটা গেলে কী হবে? বনগাঁয় শুভেন্দু যা বললেন...SIR-এ নাম কাটা গেলে কী করতে হবে?
হাইলাইটস
  • SIR-এ নাম তোলা নিয়ে এখনও রীতিমতো চিন্তায় রয়েছে পশ্চিমবঙ্গের বিরাট অংশের মতুয়া সমাজ।
  • SIR নিয়ে বক্তব্য রাখলেন শুভেন্দু অধিকারী।
  • শুভেন্দু অধিকারী বললেন, কেউ মতুয়াদের নাম কাটতে পারবে না।

SIR-এ নাম তোলা নিয়ে এখনও রীতিমতো চিন্তায় রয়েছে পশ্চিমবঙ্গের বিরাট অংশের মতুয়া সমাজ। কারণ তাঁদের মধ্যে অনেকের কাছেই  যথাযোগ্য ডকুমেন্টস নেই। এমন পরিস্থিতিতে SIR আতঙ্কে তাঁরা রীতিমতো ভয়ে কাঁটা। রাজ্যের শাসক দল থেকে শুরু করে বিরোধী বিজেপি সকলেই অবশ্য মতুয়া সমাজকে আশ্বাস দিচ্ছে তাঁদের নাম ভোটার তালিকা থেকে কাটা হবে না। বুধবারও বনগাঁয় রেল বাজারে এই আশ্বাসই দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

SIR নিয়ে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, "যদি কারও SIR-এ নোটিশ দেওয়া হয়। তবে আপনারা যাবেন, ভয় পাবেন না। ৮৫ বছরের বেশি বয়স্কদের লাইনে দাঁড়ানোর দরকার নেই। তাঁদের বাড়িতে লোক আসবে।"

এরপরেই তিনি বলেন, "যদি কোনও মতুয়ার নাম ERO কেটে দেন,তাহলে DEO-র কাছে আবেদন করবেন।... আবেদনের ফর্ম্যাট অশোক কীর্তনিয়ার কাছে পাঠিয়ে রাখব। DEO-র কাছে আবেদনের পরেও যদি নাম বাতিল করা হয়, তাহলে CEO-র কাছে আবেদন করবেন।"  শুভেন্দুর দাবি, CEO-র কাছে আবেদন করা হলে সেখানে নাম তোলার দায়িত্ব রাজ্যের বিরোধী দলনেতার, অর্থাৎ তাঁর নিজের।

মতুয়াদের আশ্বাস দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, কেউ মতুয়াদের নাম কাটতে পারবে না। হুংকার দিয়ে তিনি বলেন, "কোনও বাংলাদেশি মুসলিমের নাম SIR লিস্টে থাকবে না। একইসঙ্গে কোনও মতুয়ার নামও SIR থেকে বাদ হবে না।"

অন্যদিকে, এদিন ফের একবার  CAA-র স্বপক্ষে মুখ খুললেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, CAA সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে ঠাকুরবাড়ির সার্টিফিকেট, মতুয়া মন্দিরের সার্টিফিকেট ভারত সরকার গ্রহণ করছে। শুভেন্দুর দাবি, ইতিমধ্যেই ৭০০০-এর বেশি মানুষ CAA-র জন্য আবেদন করেছে। এরমধ্যে প্রায় ১০০০ জনকে তা দিয়েও দেওয়া হয়েছে।

 

POST A COMMENT
Advertisement