বাবরির জন্য বাংলাদেশ থেকে টাকা আসতে পারলে দীপুর জন্যও ভারতের হিন্দুরা টাকা পাঠাবে : শুভেন্দু

মথুরাপুরের সাগরের রাজনৈতিক সভা থেকে একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে আক্রমণ করলেন শুভেন্দু। পাশাপাশি, বাংলাদেশে নিহত হিন্দু যুবক দীপু দাসের প্রসঙ্গও উল্লেখ করলেন বিরোধী দলনেতা।

Advertisement
বাবরির জন্য বাংলাদেশ থেকে টাকা আসতে পারলে দীপুর জন্যও ভারতের হিন্দুরা টাকা পাঠাবে : শুভেন্দুশুভেন্দু অধিকারী
হাইলাইটস
  • বাংলাদেশে নিহত হিন্দু যুবক দীপু দাসের প্রসঙ্গও উল্লেখ করলেন বিরোধী দলনেতা।
  • ভারতের হিন্দুরাও বাংলাদেশের দীপু দাসের বাবা-ভাইকে টাকা পাঠাতে পাঠাবে।
  • মথুরাপুরের সাগরের রাজনৈতিক সভা থেকে একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে আক্রমণ করলেন শুভেন্দু।

দক্ষিণ ২৪ পরগনা থেকে ফের একবার তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন মথুরাপুরের সাগরের রাজনৈতিক সভা থেকে একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে আক্রমণ করলেন শুভেন্দু। পাশাপাশি, বাংলাদেশে নিহত হিন্দু যুবক দীপু দাসের প্রসঙ্গও উল্লেখ করলেন বিরোধী দলনেতা।

এদিন তিনি বলেন, "বাংলাদেশের হিন্দু যুবক দীপু দাসের মৃত্যু অশনি সংকেত। আমি আজ এখানে আসার সময়ও তাঁর বাবার সঙ্গে কথা বলেছি। তাঁকে বলেছি অ্যাকাউন্ট নম্বর পাঠাতে। বাবরি মসজিদ তৈরির জন্য যদি বাংলাদেশ থেকে মুসলিমরা টাকা পাঠাতে পারলে, তাহলে ভারতের হিন্দুরাও দীপু দাসের বাবা-ভাইকে টাকা পাঠাতে পারবে। আমি প্রথম টাকা দেব।" পাশাপাশি শুভেন্দু অভিযোগ করেন, "এই রাজ্যে হরগোবিন্দ দাস, চন্দন দাসের যে অবস্থা সেই একই কাজ হয়েছে বাংলাদেশে দীপু দাসের সঙ্গেও।"

এদিন হুমায়ুন কবীরের বাবরি মসজিদ নিয়েও আপত্তি তোলেন শুভেন্দু। তিনি দাবি করেন, "বাবর একজন অভারতীয়, লুটেরা, ধর্ষক ছিল। কেন তাঁর নাম ব্যবহার করা হবে? যে কোনও মুসলিম ব্যক্তি জমি, টাকা থাকলে মসজিদ বানাতে পারেন। কিন্তু তাতে বাবরের নাম কেন থাকবে?" অবশ্য এ বিষয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই দোষারোপ করেছেন বিরোধী দলনেতা। বিজেপি নেতা প্রতিশ্রুতি দিয়ে বলেন, 'বিজেপি বাংলায় ক্ষমতায় এলে বাবরের নাম মুছে ফেলা হবে।'

একইসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, "ঠিক চার মাস পরে রাজ্যে তৃণমূল থাকবে না। মুসলিমরা সব নওশাদ,হুমায়ুনের দিকে ঘুরে গিয়েছে। আর হিন্দু-আদিবাসীরা এখন মোদীজির দিকে। ফলে তৃণমূলের আর কোনও উপায় নেই। "

POST A COMMENT
Advertisement