Suvendu Adhikari: হঠাত্‍ ভবানীপুরে শুভেন্দু, মমতাকে চ্যালেঞ্জ করে বললেন, 'অনেকক্ষণ থাকব...'

সরস্বতী পুজোর দিন সকাল থেকে ভবানীপুরে ঘুরছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, ভবানীপুরে তাঁকে দেখে মমতা বন্দ্যোপাধ্যায় বিচলিত হয়ে পড়েছেন। তিনি ভবানীপুরে ৩৬টি জায়গায় আমন্ত্রণ পেয়েছেন বলে জানালেন শুভেন্দু।

Advertisement
হঠাত্‍ ভবানীপুরে শুভেন্দু, মমতাকে চ্যালেঞ্জ করে বললেন, 'অনেকক্ষণ থাকব...'শুভেন্দু অধিকারী
হাইলাইটস
  • সরস্বতী পুজোয় ভবানীপুরে ঘুরলেন শুভেন্দু
  • ৩৬টি আমন্ত্রণ পেয়েছেন বলে দাবি
  • মমতা বন্দ্যোপাধ্যায়কে ছুড়লেন


একদিকে চলছে বাগদেবীর আরাধনা, অন্যদিকে নেতাজি বন্দনা। সাধারণ মানুষের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারীরাও এই দুই উৎসবে সমান ভাবে সামিল হচ্ছেন। ভোটের মুখে নেতাজি জন্মজয়ন্তী বা সরস্বতী পুজো, কোনও উৎসবকেই জনসংযোগের হাতিয়ান হিসেবে হাতছাড়া করতে চাইছেন না রাজনীতিবিদরা। একদিকে, নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি শ্রদ্ধা জানিয়ে মঞ্চ থেকেই SIR নিয়ে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলনেতা তখন ভবানীপুর থেকে দিলেন কড়া চ্যালেঞ্জের হুঁশিয়ারি। 

ভবানীপুর থেকে শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে শুভেন্দু বোঝান, BJP-র সংগঠন এখন মজবুত হয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'তৃণমূলের নীচুতলা ফাঁকা হয়ে গিয়েছে। ভবানীপুরে এতক্ষণ আছি, এতেই উনি বিচলিত। ঘন ঘন পুলিশের কাছে খোঁজ নেবেন। আরও অনেকক্ষণ থাকব। সরস্বতী পুজোয় অংশ নেব। ৩৬টা আমন্ত্রণ পেয়েছি।'

এদিন সকাল থেকে ভবানীপুরের একাধিক সরস্বতী পুজোর মণ্ডপে দেখা গিয়েছে রাজ্যের বিরোধী দলনেতাকে। একইসঙ্গে তাঁকে দেখা গিয়েছে এলগিন রোডে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাসভবনেও। সেখানে সংগ্রহশালা ঘুরে দেখেন শুভেন্দু। ছিলেন প্রপৌত্র সুগত বসুও। 

অন্যদিকে, রেড রোডে নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৯-তম জন্মবার্ষিকী উদযাপন হয়। শ্রদ্ধার্ঘ মঞ্চ থেকে মমতা বাংলার অস্মিতা, বাংলা ভাষা, বাংলার মনীষীদের অপমান করা নিয়ে কেন্দ্রকে কটাক্ষও করেন মমতা। বাংলার বিশিষ্ট, গণ্যমান্য ব্যক্তিত্বরা যেভাবে SIR হিয়ারিংয়ে ডাক পাচ্ছেন সেই প্রসঙ্গে মমতা বলেন, 'নেতাজি বেঁচে থাকলে কি তিনিও হিয়ারিংয়ে ডাক পেতেন?'

 

POST A COMMENT
Advertisement