Suvendu Adhikari Statement: এবার বাংলায় BJP সরকার গঠন না হলে কী হবে? গ্রেটার বাংলাদেশের প্রসঙ্গ তুললেন শুভেন্দু...

আজ সরস্বতী পুজোয় অংশ নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সরকারকে আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর মতে, এই ভোটে যদি পশ্চিমবঙ্গের মানুষ একটা রাষ্ট্রবাদী সরকার না তৈরি করে, তাহলে রাজ্যটা গ্রেটার বাংলাদেশে পরিণত হবে। তাই তিনি পশ্চিমবঙ্গের নাগরিকদের বিজেপির পক্ষে ভোট দেওয়ার আবেদন করলেন। 

Advertisement
এবার বাংলায় BJP সরকার গঠন না হলে কী হবে? গ্রেটার বাংলাদেশের প্রসঙ্গ তুললেন শুভেন্দু...শুভেন্দু অধিকারী
হাইলাইটস
  • মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সরকারকে আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
  • রাজ্যটা গ্রেটার বাংলাদেশে পরিণত হবে
  • তাই তিনি পশ্চিমবঙ্গের নাগরিকদের বিজেপির পক্ষে ভোট দেওয়ার আবেদন করলেন

আজ সরস্বতী পুজোয় অংশ নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সরকারকে আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর মতে, এই ভোটে যদি পশ্চিমবঙ্গের মানুষ একটা রাষ্ট্রবাদী সরকার না তৈরি করে, তাহলে রাজ্যটা গ্রেটার বাংলাদেশে পরিণত হবে। তাই তিনি পশ্চিমবঙ্গের নাগরিকদের বিজেপির পক্ষে ভোট দেওয়ার আবেদন করলেন। 

উঠল পেহেলগাঁও প্রসঙ্গ...
তাঁর মতে, দেশ শক্তিশালী না হলে চলবে না। পেহেলগাঁও দেখার পরও যদি ভোটকেন্দ্রে গিয়ে বিজেপির পক্ষে না ভোট দেন, তাহলে পশ্চিমবঙ্গ গ্রেটার বাংলাদেশে পরিণত হতে পারে।

SIR নিয়ে বিরাট দাবি
এ দিন নিজের বক্তব্যে SIR প্রসঙ্গও তুলেছেন শুভেন্দু। তিনি সাংবাদিকদের কাছে দাবি করেন যে, তৃণমূল কালকে একটা বিএলও-কে মেরেছে। 

এছাড়া তাঁর আরও দাবি, কমিশনের সিইও চেষ্টা করছেন। চেষ্টা করছে ইলেকশন কমিশন। তাই সেই দিকে নজর রাখতে হবে। 

এ দিন সকাল থেকে ব্যস্ত শুভেন্দু
আজ একধারে সরস্বতী পুজো। অন্য দিকে ভারত মায়ের বীর সন্তান সুভাষ চন্দ্র বসুর জন্মদিন। আর যার ফলে সকাল থেকেই ব্যস্ত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

এ দিন সকালেই তিনি ফেসবুকে পোস্ট করে সকলকে সরস্বতী পুজোর শুভেচ্ছা জানান। তিনি লেখেন, 'সকলকে শ্রীশ্রী সরস্বতী পুজো এবং বসন্ত পঞ্চমী'র আন্তরিক শুভেচ্ছা জানাই।'

ও দিকে নেতাজিকে নিয়েও পোস্ট করেন শুভেন্দু। তিনি ফেসবুকে নেতাজি প্রসঙ্গে লেখেন, 'মা ভারতীর বীর সন্তান, দেশনায়ক নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মজয়ন্তীতে আমার শতকোটি প্রণাম জানাই।
জয় হিন্দ #পরাক্রমদিবস'

তারপর তিনি ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ি থেকে নেতাজি ভবন পর্যন্ত শোভাযাত্রায় অংশ নেন। তারপর শিশু সংঘের পরিচালিত সরস্বতী পুজোয় অংশ নেন। সেখান থেকে তিনি রাজ্যসভার প্রাক্তন সাংসদ ডঃ স্বপন দাশগুপ্তের বাড়িতে চান। সেখানে গিয়ে পুজো দেন। এরপরও একাধিক কর্মসূচি রয়েছে বিরোধী দলনেতার বলে জানা যাচ্ছে। আর এ দিনও একাধিকবার তৃণমূল সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। 


 

Advertisement

POST A COMMENT
Advertisement