TMC councillor resign: দক্ষিণ দমদমে TMC কাউন্সিলরের পদত্যাগ, 'গ্রাসরুট' নিয়ে নতুন কৌশল BJP-র?

কিছুদিন আগেই অর্জুন সিংকে পাশে বসিয়ে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন ব্যারাকপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী কাশ্যপী। আর এবার দলের কিছু নেতার বিরুদ্ধে একগাদা অভিযোগ এনে পদত্যাগ করলেন দক্ষিণ দমদম পৌরসভার কাউন্সিলর (নির্দল হয়ে জিতে পরে তৃণমূল কংগ্রেসে যোগ) ও রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু ঘনিষ্ঠ দেবাশিস বন্দ্যোপাধ্যায়। আর ঘটনাচক্রে তিনিও ১৫ নম্বর ওয়ার্ডেরই কাউন্সিলর। তবে এই দুই কাউন্সিলরের মধ্যে একটাই তফাত, শ্রাবণী ইতিমধ্যে তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছেন। আর অপরদিকে দেবাশিস আপাতত ঘাসফুলের সমর্থক হিসেবেই কাজ করবেন বলে জানিয়েছেন।

Advertisement
দক্ষিণ দমদমে TMC কাউন্সিলরের পদত্যাগ, 'গ্রাসরুট' নিয়ে নতুন কৌশল BJP-র?তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ
হাইলাইটস
  • তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন ব্যারাকপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী কাশ্যপী
  • পদত্যাগ করলেন দক্ষিণ দমদম পৌরসভার কাউন্সিলর (নির্দল হয়ে জিতে পরে তৃণমূল কংগ্রেসে যোগ) ও রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু ঘনিষ্ঠ দেবাশিস বন্দ্যোপাধ্যায়
  • আর ঘটনাচক্রে তিনিও ১৫ নম্বর ওয়ার্ডেরই কাউন্সিলর

কিছুদিন আগেই অর্জুন সিংকে পাশে বসিয়ে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন ব্যারাকপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী কাশ্যপী। আর এবার দলের কিছু নেতার বিরুদ্ধে একগাদা অভিযোগ এনে পদত্যাগ করলেন দক্ষিণ দমদম পৌরসভার কাউন্সিলর (নির্দল হয়ে জিতে পরে তৃণমূল কংগ্রেসে যোগ) ও রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু ঘনিষ্ঠ দেবাশিস বন্দ্যোপাধ্যায়। আর ঘটনাচক্রে তিনিও ১৫ নম্বর ওয়ার্ডেরই কাউন্সিলর। তবে এই দুই কাউন্সিলরের মধ্যে একটাই তফাত, শ্রাবণী ইতিমধ্যে তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছেন। আর অপরদিকে দেবাশিস আপাতত ঘাসফুলের সমর্থক হিসেবেই কাজ করবেন বলে জানিয়েছেন।

এই প্রসঙ্গে দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি একরাশ ক্ষোভ উগড়ে দেন। তিনি বলেন, 'আমার বিরুদ্ধে সবসময়ই চক্রান্ত হয়েছে। আমি হলাম ফার্স্ট বয়। আমার ওয়ার্ডে সবথেকে বেশি লিড পেয়েছে তৃণমূল। তাই আমার পিছনেই হয়েছে চক্রান্ত। আর আমার আরও একটা দোষ হল ব্রাত্য বসুর ঘনিষ্ঠ হওয়া। ব্রাত্য বসুকে তো সরাসরি কিছু করতে পারেনি। তাই আমার উপরই বারবার আক্রমণ হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় আমাকে ভোটে লড়তে দিতেই চায়নি। আমার বউকে ভোটে দাঁড় করনোর কথা বলেছিল। তবে আমি নির্দল হয়ে দাঁড়িয়ে জিতে এসেছি।'

ববি হাকিমের বিরুদ্ধেও একাধিক অভিযোগ...

দেবাশিস বলেন, 'মন্ত্রী ববি হাকিম আমার বিভাগে অডিট করেছে। কোনও দুর্নীতিই পায়নি আমার বিরুদ্ধে। শুধু তাই নয়, আমরা সবথেকে বেশি লিড দিয়েছি, তারপরও দমদম বিধানসভা থেকে তেমন কোনও বড় পদ নেই পৌরসভায়। তার বদলে যেই সব বিধানসভা থেকে হেরেছে, সেখান থেকে চেয়ারম্যান, ভাইসচেয়ারম্যান এবং একাধিক সিআইসি হয়েছে। আমাদের যারা সিআইসি হয়েছে, তাদের কোনও ভাল বিভাগ দেওয়া হয়নি। এই বঞ্চনার জন্যই পদত্যাগ।'

বিজেপিতে যাচ্ছেন?

আপাতত তিনি বিজেপিতে যাচ্ছেন না। তৃণমূলের সাধারণ সমর্থক হিসেবেই কাজ করবেন। তবে আগামিদিনে প্রয়োজন হলে তিনি অন্য কথাও ভাবতে পারেন বলে জানিয়ে দিয়েছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নতুন স্ট্র্যাটেজি বিজেপির...

মাথায় রাখতে হবে, গত বিধানসভা ভোটের আগে অর্জুন সিং থেকে শুরু করে রাজীব বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী দত্ত সহ একাধিক নেতা তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছিলেন। তবে এবার এখনও সেই দিকে যায়নি রাজনীতির প্রবাহ। বরং বিশেষজ্ঞরা মনে করছেন, একবারে গ্রাসরুট লেভেলের নেতাদের দিকে টার্গেট করছে বিজেপি। এতে তাদের বুথ স্তরে সংগঠন বাড়বে। তাই আগামিদিনেও অনেক কাউন্সিলর বিজেপির দিকে যেতে পারেন বলে মনে করা হচ্ছে।

POST A COMMENT
Advertisement