Amit Shah: BJP এলে কি কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে? শাহ যা বললেন...

পশ্চিমবঙ্গ সরকার এখন অনেকগুলি জনকল্যাণমূলক প্রকল্প চালায়। আর বাংলায় বিজেপি সরকার এলেই নাকি সেই সব স্কিম বন্ধ হয়ে যেতে পারে বলে অভিযোগ করে তৃণমূল কংগ্রেস। যদিও TMC-এর এই দাবি একবারেই উড়িয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Advertisement
BJP এলে কি কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে? শাহ যা বললেন...অমিত শাহ
হাইলাইটস
  • পশ্চিমবঙ্গ সরকার এখন অনেকগুলি জনকল্যাণমূলক প্রকল্প চালায়
  • আর বাংলায় বিজেপি সরকার এলেই নাকি সেই সব স্কিম বন্ধ হয়ে যেতে পারে বলে অভিযোগ করে তৃণমূল কংগ্রেস
  • যদিও TMC-এর এই দাবি একবারেই উড়িয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

পশ্চিমবঙ্গ সরকার এখন অনেকগুলি জনকল্যাণমূলক প্রকল্প চালায়। আর বাংলায় বিজেপি সরকার এলেই নাকি সেই সব স্কিম বন্ধ হয়ে যেতে পারে বলে অভিযোগ করে তৃণমূল কংগ্রেস। যদিও TMC-এর এই দাবি একবারেই উড়িয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এ দিন সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, 'এটা ভুল ধারণা। আমি এখানে বলতে চাই, ভারতীয় জনতা পার্টির সরকার তৈরির পর একটাও স্কিম বন্ধ হবে না। শুধু তাই নয়, আমদের ঘোষণাপত্রে যা যা স্কিম থাকবে, সেটাও বাস্তব হবে। এটা আমাদের রেকর্ড।'

প্রসঙ্গত, বাংলায় এখন কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে একাধিক স্কিম চালায় তৃণমূল সরকার। আর বিজেপি ক্ষমতায় এলে তা বন্ধ হয়ে যেতে পারে বলে অভিযোগ ওঠে। আর সেই প্রশ্নেরই আজ উত্তর দিলেন অমিত শাহ।

ও দিকে আয়ুষ্মান ভারত নিয়েও তৃণমূল সরকারকে বিঁধেছেন অমিত শাহ। তিনি অভিযোগ করেন যে, সারা ভারতে চালু রয়েছে আয়ুষ্মান ভারত নামের হেলথ স্কিম। সেখানে বাংলায় এর থেকে খারাপ স্কিম স্বাস্থ্য সাথী চলে। এই প্রসঙ্গে তাঁর প্রশ্ন, 'বাংলার মানুষ কি অন্য রাজ্যে গিয়ে স্বাস্থ্যসাথীর পরিষেবা পাবেন?'

এখানেই শেষ না করে স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, ভারতের অন্যান্য রাজ্য আয়ুষ্মান ভারতের ৫ লক্ষের পর আরও কিছু টাকা অ্যাড করে। তবে পশ্চিমবঙ্গে এ সব হয় না।

বিকাশ থেমে গিয়েছে

তিনি এ দিন বলেন, 'তৃণমূলের নেতৃত্বে আজ বাংলার বিকাশ থেমে গেছে। পুরো দেশে যে বিকাশ হচ্ছে সেটা এই রাজ্যে কাটমানির কারণে বন্ধ হয়ে আছে। আমাদের সংকল্প ১৫ এপ্রিল ২০২৬ এর পর যখন বিজেপি সরকার হবে, তখন পশ্চিমবঙ্গের হারিয়ে যাওয়া গৌরব আমরা পুনরুদ্ধার করব।'

অনুপ্রবেশ প্রসঙ্গে কী বললেন?

এই প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বলেন, 'ভৌগলিক দিক থেকেও গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ। অনুপ্রবেশকারীরা ঢুকে গ্রামে গ্রামে ঢুকে যাচ্ছে। পুলিশ কি করছে? আসাম, ত্রিপুরায় অনুপ্রবেশ বন্ধ হয়েছে। গুজরাট, রাজস্থান, পাঞ্জাবে কেন অনুপ্রবেশ হয় না? কারণ আপনার সরকার এটি সমর্থন করে। বাংলার মানুষ এটার পরিবর্তন চাইছে।'

Advertisement

নারী নিরাপত্তা নেই

অমিত শাহ আজ চড়া গলায় বলেন, 'এই রাজ্যে নারী নিরাপত্তা নেই। মহিলাদের সন্ধ্যা ৭ টায় ঘরে ঢুকতে বলা হয়। আরজি কর বা সন্দেশ খালি, দুর্গাপুর, কসবা ল কলেজ সহ বহু এমন ঘটনা সামনে আসছে।'

পাশাপাশি ২০২৬ সালে দুই-তৃতীয়াংশ আসনে বিজেপি সরকার গঠন করবে বলেও জানিয়ে দিয়েছেন অমিত শাহ।

POST A COMMENT
Advertisement